
দিনাজপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মোঃ আবু তৈয়ব আলী দুলাল বলেছেন, এবার দিনাজপুর পৌরসভায় ১২ জুন থেকে ১৫ জুন ৪দিনব্যাপী ৬ হতে ১১ মাস বয়সী ২৪৯৩ জন শিশুকে একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ হতে ৫৯ মাস বয়সী ১৯২১২ জন শিশুকে একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। মোট ২১৭০৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এজন্য দিনাজপুর পৌরসভার ১২০টি কেন্দ্রের মাধ্যমে স্থায়ী ও অস্থায়ী, রাত্রীকালিন ও বিশেষ টিম টিকা খাওয়ানোর কাজে নিয়োজিত থাকবেন। পৌরসভার স্বাস্থ্য কর্মী ও স্বেচ্ছাসেবী ৩৬০জন প্রস্তুত রাখা হয়েছে এবং অতিরিক্ত রাত্রিকালীন ও বিশেষ টিমে ৩৯ জন কর্মী কাজ করবে।
৮ জুন বুধবার বিকেলে দিনাজপুর পৌরসভার ফাতেহুল আলম দুলাল মিলনায়তনে দিনাজপুর পৌরসভার মেয়রের আয়োজনে জনস্বাস্থ্য পুষ্টি সেবা প্রতিষ্ঠান ও জাতীয় পুষ্টি সেবা, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণে মন্ত্রণালয়ের বাস্তবায়নে এবং গেইন, নিউট্রিশন ইন্টারন্যাশনাল ও ইউনিসেভের সহযোগিতায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২২ উপলক্ষ্যে এ্যাডভোকেসী ও পরিকল্পনা সভায় তিনি এ কথা জানান। পৌরসভার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনকে সফল করতে আয়োজিত এ্যাডভোকেসী ও পরীকল্পনা সভায় বক্তব্য রাখেন সহকারী জেলা শিক্ষা অফিসার মোঃ আবদুল বারী, সদর উপজেলা পঃপঃ অফিসের প্রতিনিধি আরমিনা খাতুন, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ মোঃ সাজিউল ইসলাম সবুজ, সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ আব্দুর রহমান, মোঃ ইউসুফ আলী, মনসুর রহমান, মোঃ নুর ইসলাম, এমএনডিএফ আমার ক্লিনিকের হেলথ্ ডিরেক্টর মোঃ হায়দার আলী ডিআর, পৌরসভার স্যানেটারী ইন্সপেক্টর মোঃ লিয়াকত আলী, ইপিআই সুপার ভাইজার মোমরেজ সুলতানা মালা। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন পৌরসভার স্বাস্থ্য বিভাগের ভ্যাকসিনেটর মাফরুজা বেগম।
ভারপ্রাপ্ত মেয়র আবু তৈয়ব আলী দুলাল সভাপতির বক্তব্যে আরও বলেন, দিনাজপুর পৌরসভায় সকল স্বেচ্ছাসেবীদের আন্তরিকতা ও সততা দিয়ে ওইদিন শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াবেন। এটি সরকারের একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় কাজ। সবাইকে এখানে সেবা দিতে হবে। বিবেক ও সত্ব দিয়ে কাজ করতে হবে। কাজের কোন গাফিলতি সহ্য করা হবে না। ভিটামিন ‘এ’ অপুষ্টি জনিত অন্ধত্ব থেকে শিশুদের রক্ষা করে। শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। ডায়রিয়ার ব্যাপ্তিকাল ও জটিলতা কমায় এবং শিশু মৃত্যুর ঝুঁকি কমায়। রাত্রিকালীন ৮টি ও বিশেষ টিম ৫টি যে সকল ওয়ার্ডে কাজ করবে ১নং ওয়ার্ডের রামনগর ক্লাব, ৩নং ওয়ার্ডের পৌরসভা কার্যালয়, ৪নং ওয়ার্ডে বাস টার্মিনাল, ৬নং ওয়ার্ডে মুক্তবায়ু সেবন, ৮নং ওয়ার্ডে সদর হাসপাতাল, ৯নং ওয়ার্ডে বাস টার্মিনাল, ১১নং ওয়ার্ডে রেলওয়ে স্টেশন, ১নং ওয়ার্ডে রামকৃষ্ণ মিশন।