হিলি প্রতিনিধি ॥ দিনাজপুরের হিলিতে ৪৫ গ্রাম হিরোইনসহ আমিনুল ইসলাম (৩৫) নামের এক পুলিশ সদস্যকে আটক করেছে থানা পুলিশ।
সোমবার রাতে উপজেলার চন্ডিপুর এলাকায় গাউসুল করিমের ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়।
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ খায়রুল বাশার শামীম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সদস্যকে তার ভাড়া বাসা থেকে আটক করা হয়। বর্তমানে মধ্যপাড়া পাথর খনিতে কর্মরত আছেন।ইতিপুর্বে তিনি হাকিমপুর থানাতেই কর্মরত ছিলেন। আমিনুল ইসলাম লালমনিরহাট জেলা সদরের চড় খট্রামারি গ্রামের আবু হানিফের ছেলে।