লাল গোলাপে সিক্ত হয়েছে দিনাজপুরের ঐতিহ্যবাহী চেহেলগাজী শিক্ষা নিকেতনের এসএসসি পরীক্ষার্থীরা। বিদ্যালয়ের নবম-দশম শ্রেণির শিক্ষার্থীরা বিদায়ী পরীক্ষার্থীদের প্রত্যেককে লাল গোলাপের চাদরে আবৃত করে।
আজ ৯ নভেম্বর মঙ্গলবার দুপুরে দিনাজপুর শহরের ঐতিহ্যবাহী চেহেলগাজী শিক্ষা নিকেতনের (স্কুল এন্ড কলেজ) এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানে পরীক্ষার্থীদের মাঝে সম্বর্ধনা জানান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মর্তুজা আল-মুঈদ। এর আগে প্রধান অতিথি হিসেবে সম্বর্ধনা অনুষ্ঠানে বিদায়ী পরীক্ষার্থীদের উদ্দেশ্যে উপদেশমুলক বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মকবুল হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে পরীক্ষার্থীদের উদ্দেশ্যে উপদেশমুলক বক্তব্য রাখেন দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিরাজুল ইসলাম। এছাড়াও বিদ্যালয়ের সহকারি শিক্ষক ওবায়দুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্যসহ সকল শিক্ষক ও শিক্ষার্থীরা।
বক্তব্য শেষে বিদায়ী পরীক্ষার্থীদের মাঝে উপহার তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ। এরপর বিদায়ী পরীক্ষার্থীদের মঙ্গল কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন উপস্থিত সকলেই। এছাড়াও শিক্ষার্থীদের পরিবেশনায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন সকলকে মুগ্ধ করে তোলে।
প্রসঙ্গত, এবছর দিনাজপুরের ঐতিহ্যবাহী চেহেলগাজী শিক্ষা নিকেতন হতে ২শ ৫৬জন এসএসসি পরীক্ষার্থী অংশ গ্রহণ করবে বলে জানান প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক।