আঞ্জুমান মুফিদুল ইসলাম দিনাজপুর জেলা শাখার উদ্যোগে স্বল্পমুল্যে এ্যাম্বুলেন্স সার্ভিস কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ০৯ নভেম্বর মঙ্গলবার দিনাজপুর শহরের ষষ্টিতলাস্থ আঞ্জুমান মুফিদুল ইসলাম এর কার্যালয়ে উদ্বোধন শেষে মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আঞ্জুমান মুফিদুল ইসলাম দিনাজপুর জেলা শাখার ভাইস চেয়ারম্যানস ডাঃ শহীদুল্লাহ, আজিজুল ইকবাল চৌধুরী, নির্বাহী সদস্য মিজানুর রহমান পাটোয়ারী বাবু।
উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন আঞ্জুমান মুফিদুল ইসলাম দিনাজপুর জেলা শাখার সাধারন সম্পাদক মহসিনুল কালাম। আরও উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ মোতাহার হোসেনসহ অন্যান্যরা। মোনাজাত পরিচালনা করেন অফিস সহকারী শাহাজাহান আলী। উল্লেখ, এই এ্যাম্বুলেন্সটি স্বল্পমুল্যে সার্ভিস দেয়া হবে বলে জানিয়েছে আঞ্জুমান মুফিদুল ইসলাম দিনাজপুর জেলা শাখার নেতৃবৃন্দ।