মো: মফিজুল ইসলাম ,হিলি প্রতিনিধি ॥ দিনাজপুরের হিলি স্থলবন্দরস্থ বাংলাহিলি কাষ্টমস ক্লিয়ারিং এন্ড ফরোয়াডিং এজেন্ট ( সিএন্ডএফ) এর নির্বাচনে সভাপতি আব্দুর রহমান লিটন ও সাধারন সম্পাদক জামিল হোসেন চলন্ত নির্বাচিত হয়েছেন।
১০ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে এসোসিয়েশন কার্যালয়ে আব্দুল আজিজ সরদারের সভাপতিত্বে ২৯ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সাধারন সভায় কমিটির মেয়াদ শেষ হওয়ায় সকলের সন্মতিক্রমে আব্দুর রহমান লিটনকে সভাপতি ও মেয়র জামিল হোসেন চলন্তকে সাধারন সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট নতুন কার্যনিবার্হী কমিটি গঠন করা হয়।
সাধারন সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য শিবলী সাদিক। বিশেষ অতিথি ছিলেন হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ হারুন, ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহিন, হাকিমপুর থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমানসহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।