দিনাজপুর জেলা যুবলীগের সভাপতি রাশেদ পারভেজ বলেছেন, লেখাপড়ার পাশাপাশি প্রতিযোগিতার কোন বিকল্প নেই। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। আজকের শিশুদের চিত্রকর্মের পাশাপাশি সংস্কৃতি চর্চার মাধ্যমে গড়ে তুলতে হবে। আমাদের ভাষা, আমাদের গান, চিত্রকলাসহ সংস্কৃতি এগিয়ে নিতে হবে। শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি মাদকের ভয়াল ছোবল থেকে দূরে রাখতে সকল অভিভাবকদের সেদিকে নজর রাখতে হবে।
বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনাজপুর জেলা যুবলীগ আয়োজিত ১০ নভেম্বর বুধবার সকাল সাড়ে ১০টায় দিনাজপুর শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে ছবি আঁকা ও নির্ধারিত কবিতা আবৃত্তি প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা গুলো বলেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক (প্রস্তাবিত কমিটি) সারোয়ার রহমান এমিল, যুবলীগ নেতা ফরহাদ রায়হান শিমুল, ইবনে ফয়সাল রিপন, সদস্য মোঃ আকবর আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
দিনাজপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৬শতাধিক শিক্ষার্থী ও অভিভাবক উক্ত প্রতিযোগিতায় অংশ নেয়।
প্রতিযোগিতার বিষয় ছিলো কবিতা আবৃত্তি ‘ক’ বিভাগ নার্সারী হতে দ্বিতীয় শ্রেণি, বিষয়-আমার বাড়ি-জসীম উদ্দিন। ‘খ’ বিভাগ তৃতীয় হতে ষষ্ঠ শ্রেণি খুকী ও কাঠ বেড়ালি-কাজী নজরুল ইসলাম। ‘গ’ বিভাগ সপ্তম হতে দশম শ্রেণি পালেরও নাও-জসীম উদ্দীন। ‘ঘ’ বিভাগ একাদ্বশ হতে ¯œাতকোত্তর একুশের গান-আব্দুল গাফ্ফার চৌধুরী। ‘ঙ’ বিভাগ সকলের জন্য উন্মুক্ত কেউ কথা রাখেনি-সুনীল গঙ্গোপাধ্যায়। ‘চ’ বিভাগ অভিভাবকদের জন্য নিজের ইচ্ছে মতো। প্রতিযোগিতার বিষয় ছবি আঁকা ‘ক’ বিভাগ নার্সারী হতে প্রথম শ্রেণি-আঁকো তোমার ইচ্ছে মতো। ‘খ’ বিভাগ দ্বিতীয় হতে চতুর্থ শ্রেণি-গ্রাম বাংলার রুপ। ‘গ’ বিভাগ পঞ্চম হতে সপ্তম শ্রেণি-বঙ্গবন্ধুর সাথে শিশুদের সম্পৃক্ততা। ‘ঘ’ বিভাগ অষ্টম হতে দশম শ্রেণি-শেখ ফজলুর হক মনির প্রতিকৃতি। ‘ঙ’ বিভাগ অভিভাবকদের জন্য-নিজের ইচ্ছে মতো।