মোরশেদ-উল-আলম, চিরিরবন্দর প্রতিনিধিঃ দিনাজপুরের চিরিরবন্দরে সূখীপীর ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে।
১০ নভেম্বর বিকেল ৩ টায় সূখীপীর ইত্যাদি ক্রীড়া সংঘের আয়োজনে সূখীপীর মাঠে ৮ দলীয় ফুটবল টুর্ণামেন্টে প্রধান অতিথি হিসেবে বক্তব্য ও উদ্বোধন করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ আহসানুল হক মুকুল।
টুর্ণামেন্ট কমিটির সহ সভাপতি সূখীপীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অবসরপ্রাপ্ত রেফারী নুরুল ইসলামের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে আব্দুলপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ময়েন উদ্দিন শাহ, ঈসবপুর ইউপি চেয়ারম্যান আবু হায়দার লিটন, সুখীপীর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ জুলফিকার আলী শাহ প্রমূখ ও স্বাগত বক্তব্য রাখেন চিরিরবন্দর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও টুর্ণামেন্ট কমিটির সাধারণ সম্পাদক মোরশেদ উল আলম।
নির্ধারিত সময়ের খেলায় সূখীপীর ইত্যাদি ক্রীড়া সংঘ চিরিরবন্দর ৩-১ গোলে বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফুটবল একাডেমি, ফুলবাড়িকে পরাজিত করেছে।
খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন ওবায়দুর রহমান, সহকারি হিসেবে নুরুজ্জামান বেলাল, সাজেদুর রহমান ও চতুর্থ রেফারী হিসেবে হুমায়ুন কবির রিপন।