
বৃহস্পতিবার দিনাজপুর মিউজিশিয়ান’স এর কার্যকরি কমিটি গঠন করা হয়েছে। নব নির্বাচিত কমিটির সূত্র থেকে জানা গেছে, ১৩ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটির সভাপতি হলেন মীর নয়ন ও সাধারন সম্পাদক আক্তার হোসেন মার্শাল।
এছাড়া কমিটির অন্যান্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি অশোক কুমার রায়, সহ সভাপতি রায়হান পাপ্পু, সহ-সাধারন সম্পাদক মোঃ শাহিন, সাংগঠনিক সম্পাদক সাহিদুর রহমান সবুজ, কোষাধ্যক্ষ মোঃ সারোয়ার হোসেন, প্রচার ও দপ্তর সম্পাদক এসএম মেহেদী আলী পাপ্পু। কমিটির কার্যকরি সদস্যরা হলেন আরিফুল ইসলাম, আব্দুর রাজ্জাক, একেএম জাহিদুল ইসলাম, শাওন জেডিস ও রিজবান আহমেদ প্রীতম।
সাধারন সম্পাদক আক্তার হোসেন মার্শাল বলেন, প্রত্যন্ত গ্রামাঞ্চলের মিউজিশিয়ানদের ঐক্যবদ্ধ করে অপসংস্কৃতি প্রতিরোধের লক্ষ্য নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে। অবহেলিত সংগীত শিল্পীদের মূল্যায়নের মাধ্যমেই মিউজিশিয়ানরা বাঙ্গালী সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরার প্রয়াস থাকবে এ সংগঠনের। আগামী ২০ মে দিনাজপুর শিল্পকলা একাডেমির মিলনায়তনে এ কার্যকরি কমিটির অভিষেক।