মোঃ নুর ইসলাম ॥ জিয়া হার্ট ফাউন্ডেশন চত্বরে স্থাপিত দিনাজপুর কেয়ার নার্সিং কলেজ পরিদর্শন করলেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (উপাচার্য) অধ্যাপক ডাঃ এ.জেড.এম মোস্তাক হোসেনসহ পরিদর্শন কমিটির ৫ সদস্যের একটি দল ।
১৭ নভেম্বর বুধবার সকাল ১১টায় দিনাজপুর শহরের উপশহরস্থ জিয়া হার্ট ফাউন্ডেশন চত্বরে স্থাপিত দিনাজপুর কেয়ার নার্সিং কলেজ পরিদর্শনের কমিটিতে উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিদর্শন কমিটির আহবায়ক অধ্যাপক ডা. মোহা. জাওয়াদুল হক, ডিন, প্রিভেন্টিভ এন্ড সোশ্যাল মেডিসিন অনুষদ, রামেবি, রাজশাহী, কমিটির সদস্য এম আব্দুর রহিম মেডিকেল কলেজ দিনাজপুরের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডাঃ সৈয়দ নাদির হোসেন, নীলফামারী মেডিকেল কলেজের অধ্যক্ষ ও ডিন, নার্সিং অনুষদ, রামেবি, অধ্যাপক ডাঃ মুঃ হাবিবুল্লাহ সরকার, উপাধ্যক্ষ, রামেক ও ডিন, সার্জারী অনুষদ, রামেবি, সদস্য সচিব অধ্যাপক ডাঃ উবায়দুল্লাহ ইবনে আলী, ফিজিওলজী বিভাগ, রামেক এবং রামেবির সেকশন অফিসার শুভেন্দু দত্ত।
এ সময় দিনাজপুর কেয়ার নার্সিং কলেজ এর কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যক্ষ ড. শারমিন সাত্তার, ব্যবস্থাপনা পরিষদের সদস্য এ কে এম আজাদ, শিক্ষক প্রতিনিধি লেলিন আজাদ, সৈয়দা জান্নাতুন ফেরদৌস, অভিভাবক প্রতিনিধি মোঃ আনোয়ারুল কবির, আবু তাহের আবু, গভর্নিং বডির সদস্য মোছাঃ শামিমা রহমান ইভা, হিসাব রক্ষন ও নিরীক্ষা কর্মকর্তা মোঃ শাহারিয়ার খান প্রমুখ। রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সহ পরিদর্শন কমিটির অন্যান্য কর্মকর্তাবৃন্দ দিনাজপুর কেয়ার নার্সিং কলেজ এর বিভিন্ন প্যাথলোজিক্যাল বিভাগ, কম্পিউটার ল্যাব, বঙ্গবন্ধু কর্ণার, শিক্ষার্থীদের ক্লাসরুম পরিদর্শন ছাড়াও প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও কর্মকর্তাদের সাথে কলেজের বিভিন্ন বিষয়ে নিয়ে মতবিনিময় করেন।