বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, কেন্দ্রীয় আহবায়ক কমিটি এ্যাডঃ আপিল বিভাগ, বাংলাদেশ সুপ্রিমকোর্ট এর সদস্য এ.এইচ.এম মুশফিকুর রহমান বলেছেন, আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে নবীন আইনজীবীদের অবদান রাখতে হবে। দিনাজপুর বারের ঐতিহ্যকে ধারন করতে পারলে আইনজীবী পেশায় সফল হতে পারবেন।
১৭ নভেম্বর বুধবার আইনজীবী সমিতির ১নং ভবনের নিচ তলার হলরুমে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম দিনাজপুর জেলা ইউনিট এর আয়োজনে দিনাজপুর জেলা আইনজীবী সমিতিতে যোগদানকারী নবীন বিজ্ঞ আইনজীবীবৃন্দের সংবর্ধনা অনষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।
বাংলাদেশ জাতীয়বাদী আইনজীবী ফোরাম দিনাজপুর জেলা ইউনিটের সভাপতি সিনিয়র এ্যাডভোকেট আব্দুল হালিম এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সাধারন সম্পাদক এ্যাডঃ মোঃ মাহফুজুর রহমান খান বিপুল। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাক, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাডঃ মোফাজ্জল হোসেন দুলাল, সিনিয়র যুগ্ম সম্পাদক এ্যাডঃ ফিরোজ ইব্রাহিম, সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ মাহফুজুল আলী চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারন সম্পাদক এ্যাডঃ এমাম আলী, এ্যাডঃ কবির বিন চার্লী, এ্যাডঃ আব্দুল বাকি, এ্যাডঃ খুরশিদা পারভীন জলি, এ্যাডঃ আইনুল হক, এ্যাডঃ মোল্লা মোঃ সাখাওয়াত হোসেন, এ্যাঃ খয়রাত আলী। নবীন আইনজীবীদের পক্ষে বক্তব্য রাখেন এ্যাডঃ ওবায়দুল্লাহ রহমান ও এ্যাডঃ বিথিকা সরকার।
প্রধান অতিথির বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, কেন্দ্রীয় আহবায়ক কমিটি এ্যাডঃ আপিল বিভাগ, বাংলাদেশ সুপ্রিমকোর্ট এর সদস্য এ.এইচ.এম মুশফিকুর রহমান নবীন বিজ্ঞ এ্যাডভোকেটদের ফুলের তোড়া ও উপহার সামগ্রী দিয়ে বরণ করে নেন। নবীন বিজ্ঞ আইনজীবীরা তাদের অনুভুতি ব্যক্ত করতে গিয়ে বলেন, আমরা এই পেশায় এসেছি শেখার জন্য। সিনিয়র বিজ্ঞ আইনজীবীবৃন্দ আমাদের সহযোগিতা করলে একদিন আমরা তাদের মতো প্রকৃতপক্ষে বিজ্ঞ আইনজীবী হয়ে অসহায়, নির্যাতিত মানুষের আইনী সহযোগিতা দিতে সক্ষম হবো।