হিলি প্রতিনিধি ॥ ২০২১-২২ অর্থবছরে রবি মৌসুমে সরিষা,গম,ভুট্টা,সূর্যমুখী, পেঁয়াজ ও মুগডাল ফসল উৎপাদন বৃদ্ধিতে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় দিনাজপুরের হিলিতে ৯৬০ জন কৃষকের মাঝে বিনামুল্যে সরিষ বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
আজ বুধবার বিকেল ৪ টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার নুর-এ আলমের সভাপতিত্বে সরিষা বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ হারুন।
এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহিন,উপজেলা আওয়ামীলীগের সভাপতি এমদাদুল হক,উপজেলা কৃষি অফিসার ড.মমতাজ সুলতানা,উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আরজেনা বেগম ও মেজবাহুর রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন।
কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আরজেনা বেগম বলেন,উপজেলার ৯৬০ জন কৃষকের মাঝে বিনামূল্যে ১ কেজি করে সরিষা বীজ, ১০ কেজি ডেব ও ১০ কেজি পটাশ সার প্রদান করা হয়েছে।