
মোঃ নুর ইসলাম ॥ ১৮ জানুয়ারি ২০২২ মঙ্গলবার দিনাজপুর শহরের ফুলবাড়ি বাস স্ট্যান্ড এলাকায় নিমনগর ফুলবাড়ী বাসস্ট্যান্ড ব্যবসায়ী সমাজ কল্যাণ সংস্থা এর উদ্যোগে এবং তৈয়বা মজুমদার রেড ক্রিসেন্ট রক্তদান কেন্দ্রের সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন সভাপতি সৈয়দ আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক এসএম রাফায়াত হোসেন রাফু, যুগ্ন সাধারণ সম্পাদক আদেলুজ্জামান আদেল, সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ সাইফুল ইসলাম গুড্ডু , তৈয়বা মজুমদার রেড ক্রিসেন্ট রক্তদান কেন্দ্র এর মেডিকেল অফিসার ডাঃ মোঃ আজগর আলী, সহকারী প্রোগ্রামার অর্গানাইজার মোঃ জাহাঙ্গীর আলম দুলাল, ল্যাব ইনচার্জ বিশ্বজিৎ কুমার রায়, ল্যাব সরকারি আতিকুর রহমান এবং নিমনগর ফুলবাড়ী বাসস্ট্যান্ড ব্যবসায়ী সমাজকল্যাণ সংস্থার অন্যান্য সদস্যবৃন্দ।