১৮ মে বুধবার দিনাজপুর স্টেডিয়ামে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পর্যায়ে “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টর্নামেন্ট, বালক (অনুুর্ধ্ব-১৭)-২০২২” এর উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি ছিলেন দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার। সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মর্তুজা আল ম্ঈুদ।
উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দীতা করেন ৮নং শংকরপুর ইউনিয়ন ও ১০ নং কমলপুর ইউনিয়ন। কমলপুর ইউনিয়ন ২-০ গোলে জয়লাভ করে। টর্নামেন্টে সদর উপজেলা পর্যায়ে ১০ টি ইউনিয়ন প্রতিদ্বন্দীতা করবেন। এ সময় আরও উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার অতিঃ সাধারন সম্পাদক আসলাম উদ্দিন, যুব উন্নয়ন অফিসার মামুন হাসান, শহর যুবলীগের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য আশরাফুল আলম রমজান, ৫নং শশরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোকছেদ আলী রানা, ৯নং আস্করপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, ১০নং কমলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহাচান হাবিব সরকার, সদর উপজেলা ছাত্রলীগের আহবায়ক আহসানুজ্জামান চঞ্চল। অনুষ্ঠান সঞ্চালন ও ধারাভাস্যকার ছিলেন মোঃ রফিক। ম্যাচ রেফারি ছিলেন বেলাল হোসেন। রেফারি ছিলেন ওবায়দুর রহমান, মতাহারুল আলম, সুজীদ। ৪র্থ রেফারি ছিলেন বিপ্লব তপ্ন।