ঢাকার পরে উত্তরবঙ্গে দিনাজপুরে এই প্রথম এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে খাদ্য নালীর মাধ্যমে হার্টের ইকোকার্ডিওগ্রাফী উদ্বোধন করা হয়েছে।
১৮ মে ২০২২ বুধবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ইকোরুমে Trans Esophageal Echocardiography (TEE) খাদ্যনালীর মাধ্যমে হার্টের ইকোকার্ডিওগ্রাফী যা অনেকটা এনড্রোসকপির মতো। হাফিজা খাতুন, কামরুল ইসলামসহ দিনাজপুর জেলার ৬টি রোগীর সফলভাবে এ পদ্ধতিতে খাদ্য নালীর মাধ্যমে হার্টের ইকোকার্ডিওগ্রাফী করা হয়। এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক (কার্ডিওলজী) ডাঃ মোঃ শাহরিয়ার কবীর এবং খাদ্য নালী ও পরিপাকতন্ত্র বিশেষজ্ঞ ডাঃ মোঃ সামিউল হোসেন যৌথভাবে ৬টি রোগীর খাদ্য নালীর মাধ্যমে হার্টের ইকোকার্ডিওগ্রাফীর উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন এম আব্দুর রহিম মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ মোঃ মোমেনুল হক, উপাধ্যক্ষ ডাঃ সৈয়দ নাদির হোসেন, এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ কাজী শামীম হোসেন, এবং কার্ডিওলজী বিভাগের অন্যান্য চিকিৎসকবৃন্দ। এতে সুবিধা সমূহ হচ্ছে বুকের মাধ্যমে যে ইকো করা হয় তার থেকে আরও অধিকতর এই ইকোর মাধ্যমে হার্টের রোগ নির্ণয় করা যায়। উল্লেখ্য, উদ্বোধন উপলক্ষ্যে ৬টি রোগীকে বিনা ফিতে পরীক্ষা করা হয়।