দিনাজপুর জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মহিলা আওয়ামী লীগ ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি শিরিন ইসলাম-এর ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে মহিলা আওয়ামী লীগের উদ্যোগে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৮ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে শহরের বাসুনিয়াপট্টি দলীয় কার্যালয়ে দিনাজপুর জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মহিলা আওয়ামী লীগ ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি শিরিন ইসলাম-এর ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে মহিলা আওয়ামী লীগের উদ্যোগে স্মরণ সভা, দোয়া ও মিলাদ মাহফিলে বক্তব্য রাখেন মহিলা আওয়ামী লীগ নেত্রী আইরিন লতিফ, ইলোরা ইতি, রুকসানা গোল্ডেন, রাহে জান্নাত চৌধুরী দিপা, রাশিদা বেগম, সুবর্ণা জয়া, পিংকি, ফরিদা, দুলালী, মুক্তা প্রমুখ।
দোয়া মাহফিল ও স্মরণ সভায় বক্তারা বলেন, কর্মী বান্ধব, নির্লভ, নিরহংকার ও সাদা মনের মানুষ ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিরিন ইসলাম। তিনি প্রতিটি আন্দোলন ও সংগ্রামে দিনাজপুরের রাজপথে সম্মুখ সারির যোদ্ধা ছিলেন। সমগ্র কর্ম ও রাজনীতি জীবনে মেধা দিয়ে মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে গেছেন। মানুষের প্রতি ছিল তার অফুরন্ত ভালোবাসা।
১ম মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভায় প্রয়াত এই নেত্রীর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন বক্তারা।
মরহুমার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন মহিলা ইসলামিক রিসার্চ সেন্টারের শামিমা আকতার। শুরুতেই মরহুমার আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।