প্রধানমন্ত্রী “শেখ হাসিনা’র ১০ টি বিশেষ উদ্যোগ ব্রান্ডিং” বিষয়ে (আমার বাড়ি আমার খামার প্রকল্প, আশ্রয়ন প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কর্মসূচি, নারীর ক্ষমতায়ন, ঘরে ঘরে বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, বিনিয়োগ বিকাশ ও পরিবেশ সুরক্ষা) বিশেষ প্রচার কার্যক্রম বাস্তবায়নের আওতায় জেলা তথ্য অফিস দিনাজপুর কর্তৃক ১৮ নভেম্বর ২০২১ দিনাজপুর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কার্যালয় চত্বরে মহিলা সমাবেশের আয়োজন করে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শরিফুল ইসলাম। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মোর্শেদ আলী খান। মহিলা সমাবেশে প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শরিফুল ইসলাম প্রধানমন্ত্রী “শেখ হাসিনা’র ১০ টি বিশেষ উদ্যোগ ব্রান্ডিং” বিষয়ে বিস্তারিত বক্তব্য তুলে ধরে বলেন, বর্তমান সরকার বাংলাদেশকে ২০২১ সালে একটি মধ্যম ও ২০৪১ সালে উন্নত দেশে পরিণত করার জন্য বিভিন্ন কর্মসুচি হাতে নিয়েছেন। নারীর উন্নয়নের জন্য বাংলাদেশ বিশে^র কাছে এখন একটি রোল মডেল।
যে ১০ টি বিশেষ উদ্যোগ বাস্তবায়নে প্রধানমন্ত্রী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছেন তা প্রশংসার দাবিদার। এ কর্মসুচি সফলভাবে বাস্তবায়নে নারী-পুরুষ নির্বিশেষে সকলকে এগিয়ে আসতে হবে। পাশাপাশি বর্তমান সরকার সাধারণ মানুষের উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। “১০ টি বিশেষ উদ্যোগ” তারই একটি অন্যতম কর্মসূচি। কর্মসূচি সফল হলে বাংলাদেশের জনগণের জীবযাত্রার মান বেড়ে যাবে। সুতরাং নারীপুরুষ নির্বিশেষে সকলকেই নিজ নিজ অবস্থান থেকে কাজ করে যেতে হবে।
মহিলা সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসের ভারপ্রাপ্ত সিনিয়র তথ্য অফিসার মোঃ সোহেল মিয়া। মহিলা সমাবেশে ডে কেয়ার অফিসার রেজভীন শারমিনাজ ইসলাম, সাংবাদিক, সূধীজনসহ প্রায় শতাধিক মহিলা অংশগ্রহণ করেন।