বিরল স্থল বন্দরের সার্বিক অবকাঠামোসহ বিভিন্ন বিষয় সরজমিনে পরিদর্শন করে গেলেন ভারতের কলকাতায় নিযুক্ত বাংলাদেশী ডেপুটি হাই কমিশনার মোঃ তফিকুর হাসান।
১৮ নভেম্বর বৃহস্পতিবার বিকাল ৪ টা নাগাত ভারতের রাধিকার সীমান্ত দিয়ে বিরলের খপড়া গামের গহরা নামক স্থান দিয়ে মাটির রাস্তা ধরে বিএসএফ, ওপারের স্থানীয় জনপ্রতিনিধিসহ সীমান্তের শূন্য রেখায় প্রবেশ করেন। ডেপুটি হাই কমিশনারের সাথে উপস্থিত ছিলেন- ডেপুটি হাই কমিশনারের সেক্রেটারি সামসুল আরিফ, রাধিকার সীমান্তের বিএসএফ কর্মকর্তা হারপাল সিং প্রমুখ।
আগে থেকে বাংলাদেশের বিরল স্থল বন্দর এলাকায় উনার জন্য অপেক্ষায় থাকা বিরল স্থল বন্দরের প্রধান নির্বাহী কর্মকর্তা নাসিম , বিরল স্থল বন্দরের পরিচালক ও বিরল উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ সবুজার সিদ্দিক সাগর, বিরল উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রমাকান্ত রায় ডেপুটি হাই কমিশনারের এই প্রতিনিধি দলকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় উপস্থিতির মাঝে উৎফুল্লতা ছড়িয়ে পড়ে। উপস্থিত বাংলাদেশী বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, ব্যবাসায়ীদের সাথে তিনি মত বিনিময় করেন।
ডেপুটি হাই কমিশনার তফিকুর হাসান সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন- আমি আসলে ভারতে পক্ষ থেকে লুকিং ভিজিট করছি। এই বন্দরে কাস্টমস এর অবস্থা কি রকম, যাত্রী পারাপারের সমস্যা হচ্ছে কি না, রোগী এবং পর্যটকদের কি রকম যাতায়াত সুবিধা, আমদানি রফতানি এবং জাতীয় নিরাপত্তা কেমন এগুলো জাস্ট দেখা। যে সমস্যাগুলো দেখা যাবে আমরা বাংলাদেশের কর্র্তৃপক্ষকে জানাব। এখানে বন্দরের সব অবকাঠামো দেখতে পাচ্ছি। ফ্যাসিলিটি কি আছে সেটা দেখছি, অবশ্যই ভাল। আমরা ভারত সরকারের কাছে এ ব্যাপারে জানাব। দিনক্ষণ বলা ঠিক হবে না, কবে হবে তবে এটা চলমান প্রক্রিয়া এবং হবে।