মোঃ নুর ইসলাম, দিনাজপুর ॥ ১৯ নভেম্বর’ ২০২১ ইং শুক্রবার দিনাজপুর সদর উপজেলাধীন রাজারামপুরস্থ খ্রীষ্টিয় ধর্মীয় মন্দির মা’ মারীয়া তীর্থ মন্দির প্রাঙ্গণে মা’ মারীয়াম এর প্রতি শ্রদ্ধা ও সন্মান বৃদ্ধির উদ্দেশে দিনব্যাপী তীর্থ যাত্রা’র মধ্য দিয়ে খ্রীষ্টিয় ধর্মাবলম্বিদের অংশগ্রহণে বিশেষ প্রার্থনার মাধ্যমে ৭ম তীর্থ যাত্রা সম্পন্ন হয়।
উক্ত তীর্থ যাত্রায় অংশগ্রহণকারী খ্রীষ্টিয় ধর্মপ্রাণ ভক্তবৃন্দের সুবিধার্থে ২টি পর্বে প্রার্থনা অনুষ্ঠিত হয়। প্রথম পর্ব সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত, দ্বিতীয় পর্ব সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত। গত ২০০০ সালে দিনাজপুর ধর্মপ্রদেশের সাবেক বিশপ মজেস কস্তা অত্র এলাকার মন্দিরটি স্থাপনের মধ্য দিয়ে উক্ত তীর্থ যাত্রা পালাক্রমে পালন করে আসছে। ২০১৪ সালে বর্তমান বিশপ ড. সেবাস্টিয়ান টুডু ফাদার আন্তনী সেনকে আনুষ্ঠানিকভাবে তীর্থ যাত্রা করার প্রসঙ্গে অনুপ্রেরণা যোগান। এরই পরিপ্রেক্ষিতে ২০১৪ সালের অক্টোবর মাসের শেষ সাপ্তাহে প্রথম তীর্থ যাত্রা হিসেবে পালন করা হচ্ছে। সেই থেকে প্রতি বছর অক্টোবর মাসের শেষ সপ্তাহে দিনাজপুরে খ্রীষ্টিয় ধর্মাবলম্বিদের নিয়ে এই তীর্থ যাত্রা অনুষ্ঠিত হচ্ছে।
করোনা মহামারির কারনে গত বছর ২০২০ সালে এই তীর্থ যাত্রাটি অনুষ্ঠিত হয়নি। এবছর এই করোনা মহামারির কারণে ১মাস বিলম্ব হলেও আগত সকল খ্রীষ্টিয় ভক্তদের শতভাগ মাক্স পরিধানের মাধ্যমে সকল কার্যক্রম সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
দিনাজপুরে অনুষ্ঠিত এই তীর্থ যাত্রার কেন্দ্রীয় কমিটির আহবায়ক ফাতার আন্তনী সেন এর সার্বিক পরিচালনায় প্রায় ২০ হাজার খ্রীষ্টিয় ধর্মাবলম্বিদের অংশগ্রহণের মাধ্যমে বিশেষ প্রার্থনায় দিনাজপুর ধর্মপ্রদেশের বিশপ ড. সেবাস্টিয়ান টুডু পুরোহিতের দায়িত্ব পালন করেন। এই প্রার্থনা পরিবেশনের কাজে তাকে সহযোগিতা করেন দেশের বিভিন্ন জেলা’র মোট ৬৪ জন খ্রীষ্টিয় ধর্মযাজকগণ।