
সারাদেশের ন্যায় নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত বাড়ি বাড়ি গিয়ে দিনাজপুর সদরে ছবিসহ ভোটার তালিকা-২০২২ হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ২০ মে শুক্রবার সকাল ১১টায় দিনাজপুর পৌরসভার ১১নং ওয়ার্ডের দপ্তরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি বাসায় এইচএসসি পরীক্ষার্থী পিংকি আক্তার পায়েল ও মোঃ আকাশ সিকদার নামে ২ জন নতুন ভোটারকে নিবন্ধন ফরম পূরণ করে একটি অংশ হাতে তুলে দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুরের জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী।
এসময় উপস্থিত ছিলেন সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোঃ শাহিনুর ইসলাম প্রামাণিক, সদর উপজেলা নির্বাচন অফিসার মোঃ জায়েদ ইবনে আবুল ফজল, পৌরসভার সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর মাজতুরা বেগম পুতুল, সুপার ভাইজার মোঃ জয়নাল আবেদীন, ১১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গৌর চন্দ্র শীল, সাধারন সম্পাদক মোঃ ইমদাদুল হক মিলন, তথ্য সংগ্রহকারী মোঃ নুরুল ইসলাম, স্থানীয় বীর মুক্তিযোদ্ধা মোঃ বাসেদ খালাসী, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রব, স্থানীয় মুরুব্বি আলহাজ্ব কাজী শামসুল হক, শিক্ষক মোঃ নুরুল ইসলাম, ওয়ার্ড আওয়ামীলীগ নেত্রী ঝর্ণা মজুমদার, মহল্লা আওয়ামী লীগ নেতা মোঃ সোবাহান প্রমুখ। আগামী ৯ জুন ২০২২ পর্যন্ত হালনাগাদ এ কার্যক্রম চলবে।
২০০৫, ২০০৬ এবং ১ জানুয়ারী ২০০৭ ইং সাল পর্যন্ত যে সকল নাগরিক ভোটার হননি তাদের তথ্য সংগ্রহ করা হবে। আগামী ২ জানুয়ারী ২০২৩ ইং সালে চূড়ান্তভাবে ভোটার হালনাগাদের তালিকা প্রকাশ করা হবে।