
দিনাজপুর খাদ্য শস্য আড়ৎদার মালিক গ্রুপের ২০২২-২০২৩, ২০২৩-২০২৪ (২৪ মাস মেয়াদী) কার্যনির্বাহী কমিটির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পূর্ণ প্যানেলকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষনা করলেন দিনাজপুর খাদ্য শস্য আড়ৎদার মালিক গ্রুপের গঠিত নির্বাচন বোর্ডের চেয়ারম্যান আশফাক আহাম্মদ অ্যাড্ভোকেট।
২০ মে ২০২২ শুক্রবার শহরের চুড়িপট্টিস্থ দিনাজপুর খাদ্য শস্য আড়ৎদার মালিক গ্রুপের সভাকক্ষে সকাল ১১টায় ছিল নির্বাচন প্রার্থীদের মনোনয়পত্র দাখিলের শেষ দিন। বিকেলে নির্বাচন বোর্ড কর্তৃক মনোনয়নপত্র বাছাই শেষে দাখিলী মনোনয়নপত্র বৈধ বলে গৃহীত হওয়ায় এবং নিম্ন লিখিত পদ সমূহে আর কোন প্রতিদ্বন্দ্বি না থাকায় নির্বাচন কমিশনের প্রধান তাদেরকে নির্বাচিত ঘোষনা করেন। কমিশনের অন্যান্য সদস্যরা হলেন সুভাষ চন্দ্র রায় অ্যাডভোকেট ও শামিম বিন গোলাম পাল অ্যাডভোকেট।
ঘোষিত তফসিল অনুযায়ী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন সভাপতি রনজিত বসাক, সিনিয়র সহ-সভাপতি নির্মল কুমার আগরওয়ালা, সহ-সভাপতি মোঃ আব্দুল গফুর, সাধারন সম্পাদক প্রতাপ কুমার সাহা পানু, সহ-সাধারন সম্পাদক গোলাম মাজেদুর রহমান ডাবলু, কোষাধ্যক্ষ মোঃ সানোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক রাসেশ্বর বসাক, দপ্তর সম্পাদক অভিজিৎ বসাক, কার্যনির্বাহী সদস্য উদ্দীপ ভৌমিক, অনজন দত্ত ও দিলীপ কুন্ডু।