মোঃ নুর ইসলাম,দিনাজপুর ॥ যারা আনসার বাহীনিতে কাজ করেন আপনারা কোন তথ্য পেলে সাথে সাথে জানাবেন। আমি মনে করি আনসার ভিডিপির যারা সদস্য সকল সদস্যই একটি সিসিক্যামেরা। আনসার সদস্যরা যদি সঠিক ভাবে দায়িত্ব পালন করে তবে সাড়া বাংলাদেশে সিসি ক্যামেরা বসাতে লাগবে না। আপনারা যদি তথ্য দেন তবে কাজ করতে অনেক সুবিধা হবে। প্রধানমন্ত্রী আপনাদের বিষয়ে একেবারে অবগত তিনি ব্যাক্তিগত ভাবে আপনাদের জানেন। আনসারে কর্মরত নারী সদস্যরা যে শাড়ী ব্যবহার করেন তা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই পছন্দ করে দিয়েছেন। অন্যান্য বাহীনির থেকে আনসারদের সাফল্য কম নয়।
২০জুন’২০২২ সোমবার দিনাজপুর জেলা আনসার ও ভিডিপি কার্যালয় এর অডিটোরিয়াম রুমে সকাল সাড়ে ১১ টায় জেলা আনসার ও ভিডিপি কার্যালয় দিনাজপুর এর আয়োজনে জেলা সমাবেশ-২০২২অনুষ্ঠানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদর দপ্তর এর উপ-মহাপরিচালক (অপারেশন) এ কে এম জিয়াউল আলম প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
অনুষ্ঠানে দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রংপুর রেঞ্জের পরিচালক বি পি এম এস আব্দুস সামাদ, দিনাজপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ মোঃ আলতাফ হোসেন, দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মনজুরুল হক, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মোক্তাদির খান, দিনাজপুর জেলা সিনিয়র নির্বাচন অফিসার মোঃ শাহিনুর ইসলাম প্রামানিক, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক রংপুর আঞ্চলিক কার্যালয়ের আঞ্চলিক ব্যবস্থাপক (এজিএম) আব্দুল আলীম, আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংক দিনাজপুর আঞ্চলিক কার্যালয়ের আঞ্চলিক ব্যবস্থাপক (এজিএম) মোঃ আব্দুল গনি, দিনাজপুর বিআরটিসি বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের ডিজিএম গোলাম ফারুক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দিনাজপুরের সহকারি পরিচালক মোঃ মঞ্জিল হক।
অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন দিনাজপুর জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের জেলা কমান্ড্যান্ট মোঃ হাছান আলী। অনুষ্ঠিত জেলা সমাবেশে নবাবগঞ্জ উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোছাঃ রোজিনা পারভীন আক্তার ও বিরামপুর উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক মাহবুবার রহমান এর উপস্থাপনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মিরাজুল মোমেমিন, মানপত্র পাঠ করেন ইউনিয়ন দলনেতা ফাইজুর রহমান।
এসকল অনুষ্ঠানে অংশগ্রহণ করেন দিনাজপুর সদর উপজেলা আনসার ভিডিপি অফিসার মোঃ আব্দুর রউফ সহ সকল উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা, উপজেলা প্রশিক্ষক-প্রশিক্ষিকা, ইউনিয়ন দলনেতা-দলনেত্রী, ইউনিয়ন আনসার কমান্ডার, সরকারি আনসার কমান্ডার সহ আনসার-ভিডিপির সদস্যবৃন্দ। জেলা সমাবেশ শেষে ৩ শতাধিক আনসার ভিডিপি’র ইউনিয়ন দলনেতা সদস্য-সদস্যাদের মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন সহ বিভিন্ন পুরস্কার সামগ্রী প্রদান করা হয়।