মুজিব শতবর্ষ, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস-২০২১ উদযাপন উপলক্ষ্যে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি’র সার্বিক সহযোগিতায় বাংলাদেশ ছাত্রলীগ দিনাজপুর সরকারী কলেজ শাখা শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে। এতে প্রধান অতিথি ছিলেন সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবু বকর সিদ্দিক।
দিনাজপুর সরকারী কলেজ প্রাঙ্গণে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারী কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. সাব্বির আহমেদ সুজন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম ইমতিয়াজ ইনান, ছাত্রলীগ মুসলিম হল শাখার সভাপতি উমর ফারুক বাহাদুর, ছাত্রলীগ নেতা সামসাদ সাইফ রোহান, রবিন, সুজয় প্রমুখ।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবু বকর সিদ্দিক বলেন, প্রকৃতিতে এক ভিন্ন রূপ নিয়ে শীতের আগমন। দেশের উত্তরাঞ্চলসহ বিভিন্ন এলাকার ওপর দিয়ে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। তাপমাত্রা ক্রমেই হ্রাস পাচ্ছে। কনকনে ঠাণ্ডায় কাঁপছে মানুষ। এই শীতে শীতার্ত মানুষের পাশে ছাত্রলীগ এটা অবশ্যই প্রশংসার দাবী রাখে। মানুষের পাশে দাঁড়ানোই হচ্ছে মানবতার ধর্ম। আমাদের চারপাশে যেসব অসহায় মানুষ রয়েছে, তাদের অনেকেরই শীত নিবারণ করার মতো গরম কাপড় কেনার সামর্থ্য নেই। আমরা সামর্থ্যবানরা ইচ্ছা করলেই পারি এই অসহায় মানুষদের পাশে দাঁড়াতে। একজন মানুষের জীবন তখনই সার্থক হবে, যখন সে মানবসেবায় নিজেকে বিলিয়ে দিবে। তাই অসহায় শীতার্ত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য সবার প্রতি অনুরোধ জানান তিনি।