
মোঃ নুর ইসলাম, দিনাজপুর ॥ ২৫ ফেব্রুয়ারি’২০২২ শুক্রবার বাদ আসর হইতে মধ্যরাত্রি পর্যন্ত জেলখানার পিছনে অরবিন্দ শিশু হাসপাতাল সংলগ্ন মাঠে ঘাসি পাড়া যুব উন্নয়ন কমিটির উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল দিনাজপুর সংস্কৃতি কেন্দ্রের সভাপতি অধ্যাপক সাদাকাত আলী খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম সোহাগ।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে মূল্যবান ওয়াজ পরিবেশন করেন দিনাজপুর সদরের ইমাম ওলামা কল্যাণ পরিষদের সভাপতি এবং পুলহাট দারুল কুরআন কালুপীর মাদ্রাসার মুহতামীম আলহাজ্ব হাফেজ মাওলানা আবুল কাশেম সরকার (দিনাজপুরী)। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেল রোড কেন্দ্রীয় মসজিদের ইমাম আলহাজ্ব মুফতি মাওলানা মোঃ আশফাক্ব হোসাইন তাওয়াক্কুলী, ঘাসিপাড়া আল ফালাহ জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা মোঃ সাদিকুল ইসলাম।
উক্ত বার্ষিক ওয়াজ মাহফিলে আমন্ত্রিত অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন দিনাজপুর পৌরসভার ২ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ কাজী আশরাফউজ্জামান (বাবু), অবসরপ্রাপ্ত শিক্ষা অফিসার মোঃ শামসুদ্দিন প্রামানিক, মেসার্স ক্রাউন ইলেকট্রনিক এর স্বত্বাধিকারী ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ আশরাফ খান, ঘাসিপাড়া এলাকার বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মোস্তাক খান প্রমূখ।
উল্লেখ্য যে, এই বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলটি বিগত কয়েক বছর ধরে ঘাসিপাড়া যুব উন্নয়ন কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয়ে আসছে। ওয়াজ মাহফিলটিকে সামনে রেখে এলাকার বিভিন্ন শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং এসকল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে প্রদান করা হয়।