দিনাজপুর জেলা মিশুক, বেবীটেক্সি, টেক্সিকার ও সিএনজি চালিত অটো রিক্সা মালিক সমিতির (প্রধান কার্যালয় ঃ চাউলিয়াপট্টি, বালুয়াডাঙ্গা টেম্পু স্ট্যান্ড, সদর, দিনাজপুর), রেজি: নং দিনাজ ২৪ এর উৎসব মুখোর পরিবেশে ত্রি-বার্ষিক নির্বাচন ২০২১ সম্পন্ন হয়েছে।
২১ ডিসেম্বর মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চাউলিয়াপট্টিস্থ দিগন্ত শিল্পী গোষ্ঠীর হল রুমে উক্ত সংগঠনের সাধারণ সদস্যরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। উক্ত নির্বাচনে সভাপতি পদে মোঃ আবুল কালাম আজাদ বাবু ছাতা প্রতিকে ৫১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
সহ-সভাপতি পদে মোঃ ফজলুল হক নুরু রিক্সা প্রতিকে ৬৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, সাধারণ সম্পাদক পদে মোঃ আহসান কবীর মোটর সাইকল প্রতিকে ৭০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ আরিফুল ইসলাম মোরগ প্রতিকে ৫৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, অর্থ সম্পাদক পদে লতিফুর রহমান মাইক প্রতিকে ৬২ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ নান্নু মিয়া দোয়েল পাখি প্রতিকে ৩৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, সড়ক সম্পাদক পদে মোঃ মানু হোসেন উট পাখি প্রতিকে ৬১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
উক্ত নির্বাচনে ৭টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক হিসেবে দায়িত্বে ছিলেন এ্যাডভোকেট আবু হেনা মোস্তফা কামাল বাবু। তাকে সহযোগিতা করেন সমাজসেবক মোঃ হবিবর রহমান। উক্ত নির্বাচনে সার্বিক তদারকি ও মনিটরিং হিসেবে দায়িত্ব পালন করেন দিনাজপুর পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিল কাজী আশরাফুজ্জামান বাবু, ১০ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আল মামুন বিপ্লব।