২২ডিসেম্বর বুধবার দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে শহীদ শাহজাহান সিরাজ স্মৃতি সংসদ দিনাজপুর এর আয়োজনে স্বৈরাচার বিরোধী আন্দোলনে রাজশাহী বিশ্ববিদ্যালযে ৮৪’র শহীদ দিনাজপুরে কৃতিসন্তান শহীদ শাহজাহান সিরাজের ৩৭তম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শহীদ শাহজাহান সিরাজ স্মৃতি সংসদ দিনাজপুরের সভাপতি বিশিষ্ট নাট্য ব্যাক্তিত্ব কাজী বোরহান এর সভাপতিত্বে স¦াগত বক্তব্য রাখেন স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক ও সম্মিলিত সাংস্কৃতিক জোট দিনাজপুরের সভাপতি সুলতান কামালউদ্দিন বাচ্চ্।ু আলোচ্যক হিসেবে আলোচনা করেন জেলা জাসদের সভাপতি ও বিশিষ্ট মানবাধিকার কর্মী এ্যাডঃ লিয়াকত আলী, বিশিষ্ট কবি সাহিত্যিক ও গবেষক চাষা হাবিব, সম্মিলিত সাংস্কৃতিক জোট দিনাজপুরের সাধারণ সম্পাদক মোঃ রহমত উল্লাহ রহমত, প্রগতি লেখক সংঘের সাধারণ সম্পাদক বাসুদেব শীল ও জাসদের সাবেক ছাত্রনেতা এবং শহীদের একান্ত ঘনিষ্ঠ সহযোগী আব্দুল হান্নান চৌধুরী।
আলোচনা সভায় বক্তারা বলেন, হিমালয় সমান এই নেতার লড়াই আন্দোলনের কথা আমাদের প্রজন্মদের জানাতে হবে। তার রাজনৈতিক আদর্শ ও কর্মকান্ডকে লালন করতে হবে আমাদের। শহীদ শাহজাহান সিরাজের স্বপ্ন ছিল, শ্রমজীবী- কর্মজীবী মানুষের শোষন বঞ্চনাহীন ও অন্যায়ের বিরুদ্ধে একটি গনমুখী সমৃদ্ধশালী গনতান্ত্রিক বাংলাদেশ রচনা করা। একটি মানবিক মূল্যবোধ ও হাজার বছরের সাংস্কৃতিকে লালন করা।
সকাল ৮ টায় স্মৃতি সংসদের পক্ষ থেকে শহীদ শাহজাহান সিরাজের গ্রামের বাড়ী গোদাগাড়ী পারিবারিক গোরস্থানে পুষ্প অর্পন করা হয়। উল্লেখ্য ১৯৮৪ সালে স্বৈরাচারী বিরোধী আন্দোলনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তৎকালীন ছাত্রনেতা দিনাজপুরে কৃতিসন্তান শহীদ শাহজাহান সিরাজ স্বৈরাচারের লক্ষ বস্তুতে পরিণত হয়ে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন। আলোচনা সভা শেষে আবৃত্তি কানন ও ভৈরবীর শিল্পীদের পরিবশেনায় আবৃত্তি ও সংগীতানুষ্ঠান পরিবেশিত হয়।