
মোরশেদ উল আলম, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি ঃ চিরিরবন্দরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপজেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২৩ মে সোমবার বেলা ১১ টায় উপজেলা পরিষদের নব-নির্মিত সম্মেলন কক্ষে উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী অফিসের আয়োজনে উপজেলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ডান্ট মোঃ হাসান আলী।
উপজেলা নির্বাহী অফিসার আয়েশা সিদ্দীকার সভাপতিত্বে এসময় থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ মসলেম উদ্দিন বসুনিয়া, ফুলবাড়ি উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কর্মকর্তা রীতা রাণী রায়, বদরগঞ্জ উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কর্মকর্তা হাকিমুন নাহার,চিরিরবন্দর উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী প্রশিক্ষক মোঃ আব্দুর রাজ্জাক ও স্বাগত বক্তব্য রাখেন উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কর্মকর্তা মোছাঃ সালমা বেগম। অনুষ্ঠানে ভাল কাজের স্বীকৃতি স্বরুপ কয়েকজন আনসার সদস্যকে বাই সাইকেল, টর্চ লাইটসহ অন্যান্য সামগ্রী প্রদান করা হয়।
চিরিরবন্দরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপজেলা সমাবেশে সভাপতির বক্তব্য রাখছেন উপজেলা নির্বাহী অফিসার আয়েশা সিদ্দীকা