মোঃ নুর ইসলাম, দিনাজপুর ॥ ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২২ উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসন এবং বাংলাদেশ শিশু একাডেমি দিনাজপুর জেলা শাখার উদ্যোগে ২৪ মার্চ বৃহস্পতিবার সকাল ১১ টা হতে দুপুর ২ টা পর্যন্ত বাংলাদেশ শিশু একাডেমি দিনাজপুর জেলা শাখা কার্যালয়ে শিশু-কিশোরদের বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস-২০২২ উপলক্ষ্যে অনুষ্ঠিত প্রতিযোগিতা গুলোর মধ্যে চিত্রাংকন, কবিতা আবৃত্তি, উপস্থিত রচনা লিখুন এবং দেশাত্মবোধক সংগীত প্রতিযোগিতা শিশুশ্রেণী হতে দশম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী অনুষ্ঠিত সকল সাংস্কৃতিক প্রতিযোগিতা বাংলাদেশ শিশু একাডেমি দিনাজপুর জেলা শাখার জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ সাইফুল আলম সার্বক্ষণিক পর্যবেক্ষণ করেন।
উল্লেখ্য যে, ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২২ উপলক্ষ্যে অনুষ্ঠিত এ সকল প্রতিযোগিতার পুরস্কার আগামী ২৬ মার্চ’২০২২ শনিবার সন্ধ্যা ৭টায় দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রদান করা হবে।