মোঃ নুর ইসলাম, দিনাজপুর ॥ ২৪ মার্চ’২০২২ দুপুরে সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজের হলরুমে ১ শত জন একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দিনাজপুর এপি’র সহিংসতা ও ঝুঁকিপূর্ণ শিশুশ্রম শিশু সুরক্ষা প্রকল্পের আওতাধীন “হান্ড্রেড হিরোজ” এডভোকেসি প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
ওয়ার্ল্ড ভিশন এর উদ্যোগে অনুষ্ঠিত এই “হান্ড্রেড হিরোজ” অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ব্রাদার কাজল লিনুস কস্তা সিএসসি। অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দিনাজপুর এপি-এর সিনিয়র ম্যানেজার অরবিন্দ সিলভেস্টার গমেজ এর সভাপতিত্বে বিষয়ভিত্তিক বক্তব্য রাখেন ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরশন ও শিশু সুরক্ষা প্রকল্পের প্রকল্প কর্মকর্তা তাপস, ফাইনান্স এন্ড এডমিন অফিসার লুইজিনা সরদার, শিক্ষা ও শিশু সুরক্ষা স্পেশালিস্ট পিন্টু মন্ডল, স্পন্সরশীপ এন্ড শিশু সুরক্ষা কর্মকর্তা টনি উইলসন ডি. কস্তা প্রমূখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সহযোগিতায় এই ধরনের উদ্যোগ গ্রহণ করাকে আমি স্বাগত জানাই। সেইসাথে জানাই অত্র প্রতিষ্ঠানের যে সকল শিক্ষার্থীরা সহিংসতা বন্ধে সামাজিক জাগরনের জন্য “হান্ড্রেড হিরোজ” হিসেবে নিজেকে তৈরি করার জন্য প্রস্তুতি নিয়েছে তাদের অভিনন্দন। আমি আশাবাদী সমাজে সহিংসতা বন্ধ, বাল্যবিবাহ বন্ধ, শিশু নির্যাতন বন্ধ, ঝুঁকিপূর্ণ শিশুশ্রম বন্ধ সহ বিভিন্ন সহিংসতার কার্যক্রম এর বিরুদ্ধে গণসচেতনতা তৈরীর মাধ্যমে জনগণকে উদ্বুদ্ধ করার জন্য নিজেকে একজন হিরো হিসেবে তৈরি করে এধরনের জনসচেতনামূলক কার্যক্রম পরিচালনা করে আসবে এই ১০০ জন হিরো।
উল্লেখ্য যে হান্ড্রেড হিরোজ অনুষ্ঠানে ১০০ জন শিক্ষার্থীদের মধ্য থেকে ৫০ জন ছাত্রী ও ৫০ জন ছাত্র অংশগ্রহণ করে। এই ১০০ জন শিক্ষার্থীদের নিয়ে ১০টি করে গ্রুপ তৈরি করে একটি অরিয়েন্টেশন করা হয়।