দিনাজপুর শহরকে ময়লা-আবর্জনা মুক্ত করা ও রাস্তাঘাট সংস্কার এবং অটো রিক্সা নিয়ন্ত্রণ ও ভাড়া নির্ধারণ করার দাবীতে বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার নেতৃবৃন্দ দিনাজপুর পৌর মেয়রকে স্মারকলিপি প্রদান করেছে।
২৪ মার্চ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় পৌরসভার নিজ অফিস কক্ষে পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমের হাতে এ স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা মহিলা পরিষদের সভাপতি কানিজ রহমান, সাধারণ সম্পাদক ড. মারুফা বেগম, সহ-সাধারণ সম্পাদক মনোয়ার সানু, আন্দোলন সম্পাদক গৌরী চক্রবর্তী, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক রাজিয়া সুলতানা পলি, পরিবেশ সম্পাদক মওদুদা বেগম প্রমুখ।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর এর সংগঠক ও কর্মীবৃন্দ দীর্ঘদিন ধরে উদ্বেগের সাথে লক্ষ্য করছে যে, শহরের সেখানে-সেখানে উন্মুক্ত স্থানে ময়লা আবর্জনা ফেলে দিনাজপুর শহরকে ভাগাড়ে পরিনত করা হয়েছে। দীর্ঘদিন ধরে রাস্তাঘাটেরও বেহাল অবস্থা। এই অবস্থায় সবচেয়ে শারীরিক অসুস্থতার শিকার হচ্ছেন বৃদ্ধা ও অন্ত:স্বত্তা নারী ভাঙ্গা রাস্তা ও ডাস্টবিনের নোংরা দূর্গন্ধে পথচারীদের রাস্তায় চলাফেরা করা কস্টসাধ্যই শুধু নয় বিপদজ্জনক হয়ে পড়েছে।
এছাড়া নিয়মিত ডাস্টবিন পরিষ্কার না হওয়ায় রাস্তাজুড়ে ভাঙ্গা ডাস্টবিনের চারপাশে নোংরা ছড়ানো ছিটানো থাকে। এর ফলে রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এবং কুকুরের উৎপাতও বেড়েছে। এতে পরিবেশ দূষিত হয়ে সাধারণ জনস্বাস্থ্যর ক্ষতি হচ্ছে এবং গর্ভবতী ও প্রসূতি মায়ের স্বাস্থ্যঝুঁকি বেড়ে যাচ্ছে। এ অবস্থা প্রতিনিয়ত সাধারন জনগন দূর্ঘটনার শিকার হচ্ছে। শহরে অটো রিক্সার দৌরাত্ম্য ও অনির্ধারিত ভাড়ার কারণে বিশেষ করে ভাড়া নির্ধারিত না থাকায় প্রায় অটো রিক্সা ও যাত্রীর মধ্যে বিবাদ লেগেই থাকছে। এ বিষয় থেকে উত্তরণের আশু ব্যবস্থা গ্রহনে পৌর কতৃপক্ষকে জোর দাবী জানানো হয়েছে। বিভিন্ন স্থানে বাড়ী-ঘর নির্মান ও সংস্কারের জন্য ইচ্ছামতো রাস্তা দখল করে বালি, ইট, খোয়া, সিমেন্ট, রড রাখা হচ্ছে যা যানবাহন ও মানুষ চলাচলে অন্তরায়। শহর পরিষ্কার পরিচ্ছন্ন ও স্বাভাবিকভাবে পথ চলার ব্যবস্থা করে শহরকে একটি নিরাপদ দূষণমুক্ত শহরে পরিণত করার এবং রাস্তাঘাট সংস্কার ও অটো রিক্সার বিষয়টির দিকে গভীর দৃষ্টি দেওয়ার জন্য জোর দাবী জানানো হয়েছে উক্ত স্মারকলিপিতে। এ বিষয়ে তাৎক্ষনিক এক প্রতিক্রীড়ায় পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম মহিলা পরিষদের নেতৃবৃন্দকে উক্ত বিষয়গুলি গুরুত্ব সহকারে পর্যবেক্ষন করে কাজ করার জন্য আশ্বাস প্রদান করেন।