জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বেসরকারি কলেজ সমূহে বিধি মোতাবেক নিয়োগপ্রাপ্ত অনার্স-মাস্টার্স শিক্ষকদের দ্রুত এমপিওভুক্তির দাবিতে ক্লাস বর্জন ও অবস্থান ধর্মঘট পালন করা করা হয়েছে।
২৪ নভেম্বর বুধবার কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন আদর্শ মহাবিদ্যালয় দিনাজপুরের আয়োজনে আদর্শ মহাবিদ্যালয়ে ২ দিন ব্যাপী ক্লাস বর্জন ও অবস্থান ধর্মঘট কর্মসুচী পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও জেলা শাখার সভাপতি মহাদেব শর্মা, আদর্শ মহাবিদ্যালয়ে ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মীর আসাদ আলী, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রভাষক জুয়েল রহমান, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক নুর আলম সিদ্দিক, প্রাণী বিদ্যা বিভাগের প্রভাষক রুপা রানী দাস, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক সাজমিন সুলতানাসহ শিক্ষকবৃন্দ।