দেশের প্রখ্যাত সাংবাদিক ও টিভি ব্যাক্তিত্ব আমাদের সময় মিডিয়া গ্রুপের (আমাদের নতুন সময়, আমাদের অর্থনীতি, আওয়ার টাইম, আমাদের সময় ডট কম) কর্ণধার নাঈমুল ইসলাম খানের সার্বিক তত্ত্বাবধানে আমাদের নতুন সময় রংপুর বিভাগের এজেন্ট ও প্রতিনিধিদের মত বিনিময় সভার অংশ হিসেবে দিনাজপুরে এজেন্ট ও প্রতিনিধিদের নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৫ নভেম্বর বৃহস্পতিবার শহরের মাসুম হোটেলের ভিআইপি কনফারেন্স রুমে অনুষ্ঠিত দিনাজপুরের এজেন্ট ও প্রতিনিধিদের মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমাদের নতুন সময় ও আমাদের অর্থনীতি পত্রিকার উপ-সম্পাদক মোঃ নুরুল আফছার।
মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন আমাদের অর্থনীতি ও আওয়ার টাইম পত্রিকার দিনাজপুর জেলা প্রতিনিধি মোঃ ইউসুফ আলী। বক্তব্য রাখেন আমাদের নতুন সময়ের রংপুর বিভাগীয় বুরো প্রধান মোঃ মোস্তাফিজার বাবলু, আমাদের অর্থনীতির রংপুর জেলা প্রতিনিধি শাহিনুরা সানু, পৃথিবী বুক ষ্টলের এজেন্ট মোঃ আব্দুল মজিদ, ববি বিতান পত্রিকার এজেন্ট মোঃ জাকির হোসেন, হক পত্রিকা এজেন্সি এন্ড লাইব্রেরীর এজেন্ট মোঃ আমিনুল ইসলাম ও মদিনা বুক ষ্টল পত্রিকার এজেন্ট মোঃ রফিকুল ইসলাম।
উক্ত মত বিনিময় সভায় আমাদের নতুন সময়, আমাদের অর্থনীতি ও আওয়ার টাইম তিনটি পত্রিকার বিষয়ের উপর বিভিন্ন গুরুত্ব দিয়ে ব্যাপক আলোচনা করা হয়। উক্ত মত বিনিময় সভাটি সঞ্চালনায় ছিলেন আমাদের নতুন সময় দিনাজপুর জেলা প্রতিনিধি তাহেরুল আনাম শিপলু।