“মানবতার কল্যানে সর্বদা প্রস্তুত”- এ ধরনের একটি সামাজিক ও মানবিক প্রতিষ্ঠান স্বপ্ন-নাফিউ ফাউন্ডেশন ও উদয়্যমান গ্রুপ এর যৌথ উদ্দ্যগে অসহায় শীতার্ত নারী পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
“এগিয়ে আসুন এবং মানবতার সাথে পাশে থাকুন- আপনাদের সামান্য চেষ্টায় আমাদের দেশ হবে উন্নত” এই স্লোগানকে সামনে রেখে ২৫ ডিসেম্বর শনিবার দিনাজপুর মিউনিসিপাল হাই স্কুল (বাংলা স্কুল) মাঠ প্রাঙ্গনে কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বপ্ন নাফিউ ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক ও উদয়্যমান গ্রুপ এর সভাপতি মোঃ বেলাল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শহর সমাজসেবা অফিসার মোঃ মাইনুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর মিউনিসিপাল হাই স্কুল (বাংলা স্কুল) এর প্রধান শিক্ষক মোঃ নেজামুল ইসলাম ও প্রেসিডেন্সি স্কুলের সিনিয়র শিক্ষক এস. এস এহসানী। স্বাগত বক্তব্য রাখেন উদয়্যমান গ্রুপের নির্বাহী সদস্য মোঃ কোরবান আলী সোহেল। শুভেচ্ছা বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মোঃ বাবু আহম্মেদ।
অসহায়-দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরন করতে গিয়ে প্রধান অতিথি মোঃ মাইনুল ইসলাম বলেন, দরিদ্র-অসহায় মানুষকে সাথে নিয়ে সবার প্রচেষ্টায় বাংলাদেশ একদিন উন্নত দেশ হিসেবে গড়ে উঠবে। সরকারের পাশাপাশি সমাজের বিত্তশালী মানুষদের এগিয়ে আসতে হবে।