ভূমিহীন মানুষের মধ্যে খাস জমি দ্রুত বন্ঠনের দাবীতে চিরিরবন্দর উপজেলার ৭নং আউলিয়া পুকুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ভূমিহীনদের নিয়ে আলোচনা সভা, অবহিতকরণ সভা এবং ভূমিহীনদের সামবেশ অনুষ্ঠিত হয়।
২৫ ডিসেম্বর শনিবার উপজেলা ভূমিহীন সমন্বয় পরিষদ চিরিরবন্দর, দিনাজপুর এর আয়োজনে এবং কমিউনিটি ডেভেলপমেন্ট এসোসিয়েশন (সিডিএ) দিনাজপুর এর সহযোগিতায় ভূমিহীনদের অধিকার বিষয় সুশীল সমাজ ও সাংবাদিকদের সাথে অবহিতকরণ সভা, আলোচনা সভা এবং ভূমিহীন সমাবেশে সভাপতিত্ব করেন জন- সংগঠনের সভা প্রধান মোছাঃ ফেন্সি আরা।
শুভেচ্ছা বক্তব্য রাখেন চিরিরবন্দর উপজেলার পুনট্রি ইউনিয়ন জনসংগঠনের সভা প্রধান লিটন সরকার, ৮নং সাঁইতারা ইউনিয়নের সভা প্রধান মোঃ তাজমুল হক, ভিয়াইল ইউনিয়নের দল্লা জনসংগঠনের সভা প্রধান মোঃ ফইজুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন সিডিএ’র আঞ্চলিক সমন্বয়কারী লিতুস কুবি। সঞ্চালকের দায়িত্ব পালন করেন চিরিরবন্দর ইউনিট উপজেলা ম্যানেজার মোঃ আবু তালেব।
বক্তারা বলেন, ভূমিহীন নারী পুরুষের পক্ষে সঠিক খাস জমি বন্দোবস্ত দিতে হবে। প্রভাবশালী ও ভূমি দষ্যুদের কাছ থেকে খাস জমি উদ্ধার করতে হবে এবং তাদের দেয়া মিথ্যা ও হয়রানী মূলক মামলা বন্ধ করতে হবে। আদিবাসী নারী সহ উত্তরাধিকার সূত্রে ভূমিসহ সকল সম্পত্তিতে হিংসা দিতে হবে। গুচ্ছগ্রামে ভূমিহীন পরিবারদের নামে ঘর বরাদ্ধ দিতে হবে সহ ৯ দফা দাবী দ্রুত বাস্তবায়ন করতে হবে।