২৫ ডিসেম্বর শনিবার শেখপুরা ১৭নং রেলগেট সংলগ্ন শেখপুরা মুক্তিযোদ্ধা পরিবার কল্যান সমিতির আয়োজনে দিনাজপুর জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত এলাকার ৬জন সদস্যকে সংবর্ধনা প্রদান করা হয়।
শেখপুরা মুক্তিযোদ্ধা পরিবার কল্যান সমিতির সহ-সভাপতি আক্তার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ দিনাজপুর এর সদস্য ফয়সাল হাবিব সুমন।
স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক মোঃ ফরিদ হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ নজরুল ইসলাম, কোষাধক্ষ মোঃ শাহীন আলম, রুবেল ইসলাম, নির্বাহী সদস্য মতিউর রহমান রেজন ও শাপলা যুব ক্রীড়া সংঘ’র সাধারণ সম্পাদক মোঃ জাবেদ হোসেন।
সভায় দিনাজপুর জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত এলাকার ৬জন নির্বাচিত সদস্যদের আনুষ্ঠানিকভাবে ফুলের মালা পরিয়ে ও ফুলের তোরা দিয়ে সংবর্ধনা জানানো হয়। তারা হলেন, নব-নির্বাচিত সহ-সভাপতি মোঃ এনামুল হক, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহাবুব (ভাগিনা) সড়ক সম্পাদক মোঃ আলমগীর হোসেন, সহ-সড়ক সম্পাদক মোঃ রবিউল ইসলাম, নির্বাহী সদস্য সাঈদ আহম্মেদ সোহাগ ও নুর আলম শেখ আকালু।
সমিতির সাধারণ সম্পাদক মোঃ ফরিদ হোসেন বলেন, এলাকার ৬ জন ভাই মটর শ্রমিক ইউনিয়নে নির্বাচিত হয়েছেন এটা আমাদের জন্য গর্বের বিষয়। তারা শ্রমিকদের কল্যানে কাজ করে যাবেন এই আমাদের প্রত্যাশা। প্রধান অতিথি জেলা পরিষদের সদস্য ফয়সাল হাবিব সুমন বলেন, রুটি-রুজির সার্থে সাধারণ শ্রমিকদের পাশে আমাদের দাঁড়াতে হবে। আপনারা সাধারণ শ্রমিকদের নেতা এবং অভিভাবক তাদের আপদ-বিপদে আপনাদের এগিয়ে আসতে হবে।