মোঃ নুর ইসলাম, দিনাজপুর ॥ ২৫ ডিসেম্বর শনিবার খ্রীষ্টিয়ান সম্প্রদায়ের বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিনের উৎসবটি দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালন করা হয়েছে। এসকল কর্মসূচির মধ্যে ২৪ ডিসেম্বর রাতে সেন্ট ফ্রান্সিস জেভিয়ার ক্যাথিড্রাল গীর্জায় বিশেষ প্রার্থনা শেষে কেক কেটে বড়দিনের প্রথম প্রহরের কার্যক্রম শুরু।
২৫ ডিসেম্বর সকাল ৮টা থেকে ৯টা ৩০ মিনিট পর্যন্ত পুনরায় প্রার্থনার মাধ্যমে বড়দিনের অন্যান্য কার্যক্রম উদ্বোধন, উক্ত প্রার্থনা পরিচালনা করেন দিনাজপুর ধর্মপ্রদেশের বিশপ ডক্টর সেবাস্টিয়ান টুডু। বিকেল ৪টায় দিনাজপুর ধর্মপ্রদেশের বিশপ ড. সেবাস্টিয়ান টুডু’র সভাপতিত্বে কেককেটে উৎসবের অন্যান্য কার্যক্রম সমাপ্ত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী, দিনাজপুর পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন বিপিএম পিপিএম (বার), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ সানিউল ফেরদৌস সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। কেক কাটা অনুষ্ঠান শেষে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।