মোঃ নুর ইসলাম, দিনাজপুর ॥ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ২৫ ডিসেম্বর শনিবার রাতে হাউজিং মোড় এলাকায় বিশ্বনাথপুর হাউজিং মোড় এলাকাবাসীর উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান, ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর পৌরসভার প্যানেল মেয়র এবং ৯ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আবু তৈয়ব আলী দুলাল।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা মোঃ হানিফ এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মোঃ তসলিম উদ্দিন, দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহকারি মোঃ শহিদুল ইসলাম, ৪ নং শেখপুরা ইউপি সদস্য প্রার্থী মোঃ শাহিনুর ইসলাম, টার্চ ইন্টারন্যাশনাল এর স্বত্বাধিকারী মোঃ ফাতেহুর রহমান দিপু।
আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি দিনাজপুর পৌরসভার প্যানেল মেয়র আবু তৈয়ব আলী দুলাল তার বক্তব্যে বলেন, সমাজের এই তরুণ ও যুবকেরা নেশা সহ অন্যান্য অসামাজিক কার্যকলাপ থেকে বিরত হয়ে এই ধরনের ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অন্যান্যদের অসামাজিক কার্যকলাপ থেকে দূরে সরিয়ে নিয়ে তাদের সমাজে উন্নয়নমূলক কার্যক্রম করার জন্য সহযোগিতা প্রদান করছে। এলাকায় মাদক সহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপ থেকে দূরে থাকতে যুবকদের এই ধরনের ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সম্পৃক্ত থাকতে হবে। এজন্য বিশেষ করে আমরা যারা সমাজের বিত্তবান রয়েছি আমাতের উচিৎ এই যুবকদের এধরনের সামাজিক কার্যক্রম আয়োজনের জন্য তাদের পাশে দাড়িয়ে সহযোগিতা হাত বাড়িয়ে দেয়া। আমাদের সহযোগিতা পেলে তারা এ সকল কার্যক্রম পরিচালনা করতে উৎসাহ পাবে।