মোঃ নুর ইসলাম, দিনাজপুর ॥ মহান বিজয় দিবস স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ২৬ ডিসেম্বর রোববার চেহেলগাজী শিক্ষা নিকেতন স্কুল এন্ড কলেজে সকাল সাড়ে ১১ টায় দিনাজপুর জেলা তথ্য অফিসের আয়োজনে আলোচনা সভা ও সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভা ও সঙ্গীতানুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উদ্দেশ্যে মুক্তিযোদ্ধাদের জীবনী সম্পর্কে বিভিন্ন স্মৃতি বিজড়িত বিষয় এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপর গঠনমূলক বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শরিফুল ইসলাম।
চেহেলগাজী শিক্ষা নিকেতন স্কুল এন্ড কলেজ এর প্রধান শিক্ষক মোঃ মকবুল হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলার সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মোকাদ্দেস হোসেন বাবলু, সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ সাইদুর রহমান, দিনাজপুর অঞ্চলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ ফরহাদ আহমেদ, জেলা তথ্য অফিসার ভারপ্রাপ্ত সিনিয়র তথ্য অফিসার মোঃ সোহেল মিয়া,অত্র প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক হিরন্ময় দত্ত প্রমূখ।
এ সকল অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেলা তথ্য অফিসের সিনেমা অপারেটর মোঃ ফাওজুল ইসলাম।