২৬ ডিসেম্বর রোববার চিরিরবন্দর উপজেলা পরিষদ চত্বরে অফিসার্স ক্লাব হলরুমে কমিউনিটি ডেভেলপমেন্ট এসোসিয়েশন (সিডিএ) দিনাজপুর এর আয়োজনে এবং এসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম এ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি) ঢাকা’র সহযোগিতায় সমবায় আইনের সংস্কারের দাবিতে ক্যাম্পেইন কর্মসূচীর আওতায় গনস্বাক্ষর ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চিরিরবন্দর উপজেলার ৮নং সাঁইতারা ইউনিয়ন জনসংগঠনের সভা প্রধান কমলা কান্ত রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা ডেপুটি সমবায় অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চিরিরবন্দর সমবায় অধিদপ্তরের সহকারী পরিদর্শক মোছাঃ সাইফুন নাহার ও বিআরডিবি’র চিরিরবন্দর উপজেলা কর্মকর্তা হোসেন মোহাম্মদ দিনার। স্বাগত বক্তব্য রাখেন সিডিএ’র আঞ্চলিক সমন্বয়কারী লিতুস কুবি। সভায় স্বারকলিপি পাঠ করেন পুনষ্ট্রি ইউনিয়নের সভা প্রধান লিটন সরকার। উপস্থিত সদস্যদের পক্ষ হতে আলোচনায় অংশ নেন পলাশবাড়ী জনসংগঠনের সভা প্রধান তাজমুল ইসলাম, দল্লা ইউনিয়নের সভা প্রধান ফায়জুর রহমান। সঞ্চালকের দায়িত্ব পালন করেন চিরিরবন্দর ইউনিট ম্যানেজার মোঃ আবু তালেব।
আয়োজকরা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের উন্নয়ন দর্শনের অন্যতম মূলভিত্তি ছিল সমবায় গঠন এবং তার প্রসার। ২০১৮ সালের প্রণীত জাতীয় কৃষি নীতিতে কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র বিমোচন এবং আর্থ সামাজিক উন্নয়নে সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের কথা উল্লেখ্য থাকলেও প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে সমবায় আন্দোলনকে কার্যকর ভাবে ব্যবহারের জন্য সমবায় আইনটির প্রয়োজনীয় সংস্কার এখনো হয় নি। তাই আমরা ১৫ দফা দাবীর মাধ্যমে আইনটি সংস্কারের জন্য উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করছি।