দিনাজপুরের জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী বলেছেন অবসর প্রাপ্ত সরকারি কর্মচারীরা অভিজ্ঞতার দিক থেকে তারা রাষ্ট্রের অভিভাবক। তাদের সম্মান করা আমাদের নৈতিক কর্তব্য। তাদের অভিজ্ঞতা সমাজ পরিবর্তনের কাজে লাগাতে হবে।
২৬ ডিসেম্বর বোরবার জেলা প্রশাসক কার্যালয় চত্বরে সমিতির অস্থায়ী কার্যালয় বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যান সমিতি, দিনাজপুর জেলা শাখার আয়োজনে সদস্যদের মাঝে অনুদানের টাকা বিতরণ করতে গিয়ে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা গুলো বলেন।
অবসর প্রাপ্ত সরকারি কল্যান সমিতি দিনাজপুর জেলা শাখার চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ মোর্কারম হোসেন খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শরিফুল ইসলাম। সঞ্চালকের দায়িত্ব পালন করেন সমিতির কোষাধ্যক্ষ মোঃ ফসিউদ্দীন আহম্মেদ।
প্রধান অতিথি জেলা প্রসাশক খালেদ মোহাম্মদ জাকী সমিতির ১৯০জন সদস্যর মাঝে শিক্ষা ভাতা, চিকিৎসা ভাতা ও এককালীন ভাতা হিসেবে ৮লাখ ৫১হাজার টাকা বিতরণ করেন।