৬ষ্ঠ বারের মতো দিনাজপুর মাস্টারস কাপ ক্রিকেট টুর্নামেন্টের প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্ট শুরু ২০২২ সালের ফেব্রুয়ারীর প্রথম সপ্তাহে।
দিনাজপুরের সাবেক ক্রিকেটারবৃন্দের আয়োজনে শনিবার (২৫ ডিসেম্বর) রাতে শহরের স্টেশন ক্লাবস্থ মনোলোভা রেস্টুরেন্টে ৬ষ্ঠবারের মতো দিনাজপুর মাস্টারস কাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২১-২২ এর প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক ইঞ্জি. মো. মতিউর রহমান মতি এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন কমিটির সদস্য সচিব মো. মিজানুর রহমান পাটোয়ারী বাবু। এরপরেই বক্তব্য রাখেন ক্রীড়া সংগঠক দিনাজপুর ফুটবল এসোসিয়েশনের সভাপতি গোলাম নবী দুলাল, চক্ষু বিশেষজ্ঞ ডা. ইলিয়াস আলী ইডেন, দিনাজপুর চেম্বার অব কমার্সের পরিচালক শামীম কবীর প্রমুখ।
বক্তব্যশেষে ভাষ্যকার মোহাম্মদ রফিক এর সঞ্চালনায় ৬ষ্ঠ দিনাজপুর মাস্টারস কাপ ক্রিকেট টুর্নামেন্টের প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হয়। ১৬টি ক্যাটাগরিতে খেলোয়াড়রা ছয়টি দলে বিভক্ত হয়ে জায়গা করে নেয়। এছাড়াও দুইটি লিজেন্ট দল রয়েছে। যেখানে জ্যৈষ্ঠ খেলোয়াড়রা ড্রাফটের মাধ্যমে জায়গা করে নেয়। লিজেন্ড দল দুটি হলো- পদ্মা ফাইটারস ও যমুনা হান্টারস।
এদিকে, মুল ছয়টি দল ও ম্যানেজারদের তালিকা প্রকাশ করা হয়েছে। তা হলো- মাতাসাগর ঠান্ডারস দল ও ম্যানেজার এনাম উল্লাহ জ্যামী, সুখসাগর ওয়ারিয়র্স দল ও ম্যানেজার ছবি কবিরুল হাই, আনন্দসাগর ব্লাস্ট দল ও ম্যানেজার সৈয়দ সাগির আহমেদ, আত্রাই কিংস দল ও ম্যানেজার শরিফুল ইসলাম সাগর, রামসাগর রাইডার্স দল ও ম্যানেজার রেজাওয়ানুর রহমান এবং পুণর্ভবা টাইগার্স দল ও ম্যানেজার ফিরোজ আহমেদ সেতু।
এসময় লিজেন্ডসহ ছয়টি দলের খেলোয়াড়েরা ড্রাফটে অংশ নিয়ে এনজয় করেন। আগামী বছরের ফেব্রুয়ারীর প্রথম সপ্তাহে আকাংখিত এই টুর্নামেন্ট শুরু হতে পারে বলে জানান কমিটির আহবায়ক।