দিনাজপুরে শুদ্ধাচার প্রতিষ্ঠায় দুর্নীতি প্রতিরোধে আদালতের কর্মকর্তা ও কর্মচারীদের প্রশিক্ষণ কর্মশালা শনিবার আদালত মিলনায়তনে কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধন করেন, দিনাজপুর সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা’র দিনাজপুর জেলা কমিটির সভাপতি আজিজ আহমদ ভূঞা।
উদ্ধোধনকালে জেলা ও দায়রা জজ বলেন, শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য সমাজের সকল নাগরিকের জন্য আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। কারণ আইনের শাসনের সাথে গণতান্ত্রিক মূল্যবোধ ও মানবধিকার অঙ্গাঙ্গিভাবে জড়িত।
কর্মশালায় অফিসের উর্ধ্বতন কর্মকর্তা ও জনসাধারণের সহিত আচরণ, পোশাক পরিচ্ছদ সম্পর্কে আলোচনা ও করোনাকালে স্বাস্থ্য বিষয়ে সচেতনতা, অভিযোগ প্রতিকার ব্যবস্থা ও নথি ব্যবস্থার শুদ্ধাচারের উপরে বিস্তারিতভাবে দিক নির্দেশনামূলক বিষয়ে ধারনা দেন জেলা ও দায়রা জজ এ.এস.এম তাসকিনুল হক । এডিআর কার্যক্রম ও তার প্রয়োগ বিষয়ে আলোচনা করেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ মেহেদী হাসান মন্ডল এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ এস.এম রেজাউল বারী।
উক্ত কর্মশালায় অফিস পরিদর্শন, রেকর্ড ব্যবস্থাপনা ও দাপ্তরিক কর্মসম্পাদনে শুদ্ধাচার নিয়ে আলোচনা করেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বি.এম তারিকুল কবীর।
প্রশিক্ষণ কর্মসূচী শেষে কর্মশালায় অংশগ্রহনকারী কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে সনদপত্র বিতরণ করেন সিনিয়র জেলা ও দায়রা জজ আজিজ আহমদ ভ্ঞূা।
কর্মশালায় দিনাজপুর জেলা ও দায়রা জজ এ.এস.এম তাসকিনুল হক বলেন, আদালতে সুসাসন প্রতিষ্ঠায় কর্মকর্তা ও কর্মচারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিচারক ও তার অধীনস্ত এডিআর কার্যক্রম ও তার প্রয়োগ বিষয়ে আলোচনা করেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ মেহেদী হাসান মন্ডল এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ এস.এম রেজাউল বারী