দিনাজপুরে কনস্টেবল পদে চাকুরীপ্রাপ্তদের নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠত হয়েছে।
২৭ নভেম্বর শনিবার সকালে দিনাজপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশের কনস্টেবল পদে নিয়োগ শেষে আয়োজিত এক প্রেস কনফারেন্সে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কোন প্রকার তদবির ও ঘুষ ছাড়াই শুধুমাত্র মেধার জোরে
কনস্টেবল পদের জন্য নির্বাচিতরা তাদের অনূভুতি তুলে ধরেন।
এসময় তারাবলেন, কোন প্রকার ঘুষ ছাড়াই আমাদের চাকুরী হয়েছে, বিনিময়ে আমরাও দেশের জন্য সতততার সাথে কাজ করবো।
সংবাদ সম্মেলনে পুলিশের কর্তাব্যক্তিরা জানান, ১৩ হাজারেরও বেশী অনলাইনে আবেদনকারীর মধ্যে সকল প্রকার যাচাই বাছাই ও পরীক্ষা শেষে নির্বাচিতহয়েছেন ৬২ জন। এদের মধ্যে ০৯ জন নারী এবং ৫৩ জন পুরুষ। ২৬ নভেম্বর শুক্রবার মৌখিক পরীক্ষা শেষে রাত ১১ টার দিকে নিয়োগের জন্য চূড়ান্ত ৬২ জনের নামের তালিকা প্রকাশ করে ফলাফল ঘোষণা করা হয়।
দিনাজপুর জেলায় মাথাপিছু মাত্র ১২০ টাকা খরচ করে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে চাকরির জন্য নির্বাচিত হয়েছেন ৬২ জন। এদের মধ্যে ০৯ জন নারী এবং ৫৩ জন পুরুষ। এসময় পুলিশ সুপার নিয়োগপ্রাপ্ত ৬২ জন (নারী/পুরুষ) কে ফুলেল শুভেচ্ছা জানান ও সদ্য নিয়োগপ্রাপ্তদের মেডিকেল খরচ বাবদ মাথাপিছু ১২০ টাকা করে উপহার তাদের হাতে তুলে দেন।
এ প্রসঙ্গে পুলিশ সুপার দিনাজপুর মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম, পিপিএম (বার) জানান, নিয়োগ প্রক্রিয়া শুরুর আগে থেকে বিভিন্ন মাধ্যমে কোনো ধরনের দালাল মাধ্যম কিংবা যে কোনভাবে তদবির করলে তাকে নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ দেওয়া হবে বলে ব্যাপকভাবে প্রচার করা হয়েছিল। ফলে এর সুফল পাওয়া গেছে।
শারীরিক যোগ্যতা ও মেধার ভিত্তিতে নিরপেক্ষ এবং স্বচ্ছতার মাধ্যমে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগে এখানকার কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।