
দিনাজপুরে মিলন মেলা ফুটবল লীগের চুড়ান্ত খেলা সম্পন্ন হয়েছে। চ্যাম্পিয়ন হয়েছে লালবাগ উন্নয়ন পরিষদ (লালবাগ ক্লাব)। রানার আপ হয়েছে রামনগর উন্নয়ন ক্লাব।
৩০ জানুয়ারী রোববার দিনাজপুর শহরের লালবাগস্থ শেখ রাসেল মিনি স্টেডিয়ামে লালবাগ উন্নয়ন পরিষদের আয়োজনে চুড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে পুরস্কার বিতরন করেন প্রধান অতিথি জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সধারন সম্পাদক ও সাবেক জাতীয় ক্রিকেটার মিজানুর রহমান পাটোয়ারী বাবু।
লালবাগ উন্নয়ন পরিষদের সভাপতি নজরুল ইসলাম সেলুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এ কে এম মামুনুর রশীদের ব্যবস্থাপকের পরিচালনায় বক্তব্য রাখেন বক্তব্য রাখেন ১নং ওয়ার্ড পৌরসভার কাউন্সিলর জুলফিকার আলী স্বপন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর হাসিনা বেগম, জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ জয়েদী পারভেজ অপুর্ব, লালবাগ উন্নয়ন পরিষদের সাধারন সম্পাদক এ কে এম মামুনুর রশীদ প্রমুখ। এ ছাড়া অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি মিজানুর রহমান পাটোয়ারী বাবু বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নাই। খেলাধুলা মন ও শরীরকে সতেজ রাখে। খেলাধুলা পারে নতুন প্রজন্মদের মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে। এর আগে ফাইনাল খেলার পুর্বে লালবাগ উন্নয়ন পরিষদ লালবাগ ক্লাব ও রামনগর উন্নয়ন ক্লাবের খেলোয়াড়দের সাথে পরিচিত হন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
আলোচনা শেষে ২০২১ সালের ১৬ ডিসেম্বর উপলক্ষে ক্রীড়া প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন প্রধান অতিথি জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সধারন সম্পাদক ও সাবেক জাতীয় ক্রিকেটার মিজানুর রহমান পাটোয়ারী বাবু।