
৩০ মে সোমবার সুইহারী মির্জাপুর এনজিও ফোরাম এর কনফারেন্স রুমে দিনাজপুর এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে “ইনসিওরিং একসেস টু ইম্প্রুভট ওয়াশ ফর দ্যা ভানারবল পিপলস ইন দিনাজপুর” প্রজেক্ট এর অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
দিনাজপুর এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ম্যানেজার অরবিন্দ সিলভেস্টার গমেজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) দেবাশীষ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ এ.এইচ.এম বোরহান-উল-ইসলাম সিদ্দিকী, ৬নং আউলিয়াপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মোস্তফা কামাল, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ আরোজ উল্লাহ, জনস্বাস্থ্য বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মোঃ মঞ্জুরুল ইসলাম ও দিনাজপুর পৌরসভার কাউন্সিলর মোঃ জুলফিকার আলী স্বপন। মুক্ত আলোচনায় অংশ নেন দিনাজপুর পৌরসভার সহকারী প্রকৌশলী মোঃ হাবিবুর রহমান, ব্র্যাক দিনাজপুরের সমন্বয়ক অমল কুমার দাস, পৌর মহিলা কাউন্সিলর মাসতুরা বেগম পুতুল, প্রধান শিক্ষিকা হাসনা ইয়াসমিন। প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) দেবাশীষ চৌধুরী বলেন, মৌলিক চাহিদাগুলোর মধ্যে স্যানিটেশন একটি গুরুত্বপূর্ণ বিষয়। সরকার ও বেসরকারি সংস্থাগুলো যতই চেষ্টা করুক না কেন কমিউনিটি জনগণকে এব্যাপারে সচেতন হতে হবে।
সভাপতির বক্তবে দিনাজপুর এপি ম্যানেজার অরবিন্দ সিলভেস্টার গমেজ বলেন, এই প্রকল্পে বিশুদ্ধ পানি, হাইজেনিং মুক্ত স্যানিটেশন ব্যবস্থাকে টেকশই করতে সরকার ও কমিউনিটি সদস্যদের মধ্যে স্বচ্ছতা ও জবাবদিহীতা বজায় রাখতে হবে। সেখানে থাকবে অনেক চ্যালেঞ্জ। শিক্ষার্থী চাইল্ড ফোরাম, সিভিল সার্জন অফিস, স্কুল ম্যানেজমেন্ট কমিটি, ইউনিয়ন পরিষদ, উপজেলা সরকারি স্বাস্থ্য কেন্দ্রসহ বিভিন্ন সরকারি-বেসরকারি অফিসগুলো এই প্রকল্পের সাথে সংযুক্ত করে প্রকল্প বাস্তবায়ন করতে হবে। সঞ্চালকের দায়িত্ব পালন করেন প্রজেক্ট অফিসার মিলিতা সরকার। উল্লেখ্য, এই প্রকল্পের আওতায় ওয়ার্ল্ড ভিশন আউলিয়াপুর, শেখপুরা ইউনিয়ন, চেহেলগাজী ইউনিয়ন ও দিনাজপুর পৌরসভার আওতায় ৪টি ওয়ার্ডে বাস্তবায়ন হবে।