
মোঃ নুর ইসলাম, দিনাজপুর ॥ ৩০ মে’২০২২ সোমবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১ তম শাহাদাৎ বার্ষিকী উদযাপন উপলক্ষে দুপুর ২টায় জিয়া হার্ট ফাউন্ডেশন, জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট, কেয়ার স্পেশালাইজড জেনারেল হাসপাতাল ও দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের যৌথ উদ্যোগে পবিত্র কোরআন খতম ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শহীদ জিয়াউর রহমানের ৪১ তম শাহাদাৎ বার্ষিকী উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত পবিত্র কোরআন খতম ও দোয়ার মাহফিলে অংশগ্রহণ করেন অত্র প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক একেএম আজাদ, যুগ্ম-সাধারণ সম্পাদক আবু তাহের আবু, মোঃ শাহেদ রিয়াজ পিম, কোষাধক্ষ্য মোঃ আনোয়ারুল কবির, খুরশিদ জাহান হক ক্যান্সার ইনস্টিটিউট এন্ড হাসপাতাল এর যুগ্ম-সাধারণ সম্পাদক রাহবার কবির পিয়াল, জিয়া হার্ট ফাউন্ডেশন এর সিইও গোলাম রসুল রকেট, মোজাম্মেল হক কিডনি ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার এর সাধারণ সম্পাদক আফতাব উদ্দিন মন্ডল, দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের অধ্যক্ষ ড. শারমিন সাত্তার, সিনিয়র কনসালটেন্ট ডাক্তার মেজবাহ উল ইসলাম সহ অত্র প্রতিষ্ঠান সকল কর্মকর্তা-কর্মচারীগণ।