মোঃ নুর ইসলাম, দিনাজপুর ॥ প্রধানমন্ত্রী “শেখ হাসিনা’র ১০ টি বিশেষ উদ্যোগ ব্রান্ডি (আমার বাড়ি আমার খামার প্রকল্প, আশ্রয়ন প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কর্মসূচি, নারীর ক্ষমতায়ন, ঘরে ঘরে বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, বিনিয়োগ বিকাশ ও পরিবেশ সুরক্ষা)” উন্নত রাষ্ট্র ও উন্নত জাতি গঠন, দেশের অর্জিত সাফল্য ও উন্নয়ন পরিকল্পনা, বাল্যবিয়ে, মাদক এবং গুজব প্রতিরোধ বিষয়ে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) কার্যক্রম বাস্তবায়নের আওতায় জেলা তথ্য অফিস দিনাজপুর এর উদ্যেগে ৩০ নভেম্বর মঙ্গলবার দিনাজপুর সদর উপজেলার মানবপল্লী গ্রামে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জেলা তথ্য অফিস দিনাজপুর এর সিনিয়র তথ্য অফিসার মোঃ সোহেল মিয়ার সভাপতিত্বে উক্ত মহিলা সমাবেশে প্রথান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ শরিফুল ইসলাম।
মহিলা সমাবেশের প্রধান অতিথি- বঙ্গবন্ধরু সোনার গড়ার জন্য প্রধানমন্ত্রী নিরলস কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী “শেখ হাসিনা’র ১০ টি বিশেষ উদ্যোগ ব্রান্ডিং” বিষয়ে বিস্তারিত বক্তব্য তুলে ধরে বলেন, বর্তমান সরকার বাংলাদেশকে ২০২১ সালে একটি মধ্যম ও ২০৪১ সালে উন্নত দেশে পরিণত করার জন্য বিভিন্ন কর্মসুচি হাতে নিয়েছেন। যে ১০ টি বিশেষ উদ্যোগ বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছেন তা দেশের মানুষের কল্যাণের জন্য। এ কর্মসুচি সফলভাবে বাস্তবায়নে সকল জনগোষ্ঠীকে এগিয়ে আসতে হবে। তিনি তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নে সরকারের বিভিন্ন উন্নয়নে কথা বলে। সুতরাং নারীপুরুষ নির্বিশেষে সকলকেই নিজ নিজ অবস্থান থেকে কাজ করে যেতে হবে। সকলকে কর্মে উদ্যোগী হয়ে এগিয়ে যাওয়ার আহব্বান জানান। এ কর্মসূচি সফল হলে বাংলাদেশের জনগণের জীবযাত্রার মান বেড়ে যাবে। মাদকের অপব্যবহার রোধে উপস্থিত সকলের উদ্দেশ্যে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহব্বান জানান।
উক্ত মহিলা সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে দিনাজপুর জেলা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম। মহিলা সমাবেশে বাল্যবিয়ে, যৌতুক, নারী নির্যাতন ও সহিংসতা, মাদক এবং গুজব প্রতিরোধ বিষয়ে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য অতিথিরা বক্তব্যে তুলে ধরেন। মহিলা সমাবেশে অনুঘটক সংস্থার নির্বাহী পরিচালক মোঃ আনোয়ারুল ইসলাম বাবলু, লাইট হাউজের ম্যানেজার মোঃ জাহাঙ্গীর হোসেন, চেহেলগাজী ইউনিয়নের ১ নং ওর্য়াড সদস্য পাভেল ইমরান এবং সূধীজন অংশগ্রহণ করে।