মোঃ নুর ইসলাম, দিনাজপুর ॥ থার্টি ফার্স্ট নাইটকে কেন্দ্র করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ রাজিউর রহমানের নেতৃত্বে দিনাজপুরে বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান অব্যাহত রেখেছে।
এই অভিযানের ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ৩১ ডিসেম্বর সকালে দিনাজপুর শহরের মিশন রোডস্থ বিজিবি ক্যাম্পের সামনে রাস্তা সংলগ্ন নিজ বসতবাড়ি হতে ৬ হাজার পিস ইয়াবাসহ উক্ত এলাকার মৃত মোঃ নুর ইসলামের পুত্র মোঃ সোহাগ রানা (৩০) কে আটক করা হয়েছে। এ সংবাদ লেখা পর্যন্ত আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলার প্রস্তুতি চলছে।
দিনাজপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ রাজিউর রহমান জানান, এই অভিযান থার্টি ফার্স্ট নাইটকে কেন্দ্র করে নয় আমাদের এই অভিযান প্রতিনিয়ত চলমান থাকবে, আরো বিভিন্ন স্থানে অভিযানের প্রস্তুতি রয়েছে আমাদের কাছে বেশ কিছু তথ্য রয়েছে এই তথ্যের ভিত্তিতে অভিযান বলবে।