মোঃ নুর ইসলাম, দিনাজপুর ॥ ৫ অক্টোবর দিনাজপুর জেলা প্রশাসন এবং বাংলাদেশ শিশু একাডেমি দিনাজপুর জেলা শাখার উদ্যোগে “শিশুর জন্য বিনিয়োগ করি, সমৃদ্ধ বিশ্ব গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২১ এর সপ্তাহ ব্যাপী কর্মসূচীর মধ্যে ৫ অক্টোবর সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত জাতীয় কন্যা শিশু দিবস ২০২১ উদযাপন করা হয়।
এবছর কন্যা শিশু দিবস ২০২১ উপলক্ষে “আমরা কন্যা শিশু প্রযুক্তিতে সমৃদ্ধ হবো, ডিজিটাল বাংলাদেশ গড়বো” এই প্রতিপাদ্য নিয়ে কন্যা শিশু সমাবেশ ও আলোচনা সভা, সংগীত প্রতিযোগিতা, চিত্রাংকন প্রতিযোগিতা এবং আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ৫ অক্টোবর অনুষ্ঠিত এসকল প্রতিযোগিতা শুধুমাত্র কন্যা শিশু দিবস উপলক্ষে কন্যা শিশুদের জন্য অনুষ্ঠিত হয়েছে।