
ভূমিকম্প নিয়ে ভুয়া খবর প্রকাশ করায় তুর্কি সাংবাদিকদের আটক
ফ্রিল্যান্স সাংবাদিক মির আলি কোসের ২০০ মাইল দূরের ভূমিকম্প কেন্দ্রে ছুটে গিয়েছিলেন খবর সংগ্রহ করতে। সাথে ছিল তার ক্যামেরা আর মাইক্রোফোন।জীবনের ঝুঁকি নিয়েই ৬ ফেব্রুয়ারি তুরস্ক সিরিয়ায় আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পের খবর সংগ্রহ করেছেন তিনি। নিয়েছেন বেঁচে ফেরা মানুষদের সাক্ষাৎকার।
আর সেইসব ঘটনা টুইটারসহ সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন মির আলি। আর সেই ঘটনাতেই চটেছে তুরস্ক কর্তৃপক্ষ। ভুয়া খবর ছড়ানোর অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে এই সাংবাদিককে ৩ বছর কারাভোগ করতে হতে পারে।

তিনি ছাড়াও আরও ৩ জন সাংবাদিককে একই অভিযোগে গ্রেফতার করেছে তুর্কি কর্তৃপক্ষ। সংবাদপত্রের স্বাধীনতার বিষয় নিয়ে কাজ করা গোষ্ঠীগুলো বলছে, ভূমিকম্প নিয়ে খবর প্রচার করা বন্ধ করতে আরও অনেক সাংবাদিককে আটক ও নির্যাতন করা হচ্ছে।