কুমিল্লার চান্দিনায় এক কাভার্ডভ্যানের ধাক্কায় অপর কাভার্ডভ্যানের চালক-হেলপারের মৃত্যু হয়েছে । আজ শুক্রবার (২১ জুলাই) সকালে মহাসড়কের কুটুম্বপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বহরপুর গ্রামের জুনাব আলীর ছেলে কাভার্ডভ্যানচালক আজিজুল হক (৩৪) ও তার ছোট ভাই হেলপার রবিউল হক (২৩)।
ইলেটগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওবায়েদুল জানান, চট্টগ্রামমুখী একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে অপর একটি কাভার্ডভ্যানকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানের চালক ও হেলপার গুরুতর আহত হন। খবর পেয়ে চান্দিনা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে চালক-হেলপারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আমাদের ফেইসবুক লিংক : ট্রাস্ট নিউজ ২৪